আগামী ৩-৪ জানুয়ারি ঢাকায় দুইদিনব্যাপী ভালো থাকার উৎসব

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

আগামী ৩-৪ জানুয়ারি ঢাকায় দুইদিনব্যাপী ভালো থাকার উৎসব

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৪ : আগামী ৩ ও ৪ জানুয়ারি ঢাকায় দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে ভালো থাকার উৎসব।

নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ি আবারো নিয়ে এলো ভালো থাকার উৎসবের দ্বিতীয় আসর।

Manual4 Ad Code

এই দুইদিনের আয়োজনে উদযাপিত হবে নারীর সৃষ্টিশীলতা, দক্ষতা, শক্তি, এবং মানসিক স্বাস্থ্য ও আইনি অধিকার সুরক্ষার দাবিগুলো। এখানে নারীরা শিখবে নিজের যত্ন নেওয়া, অধিকার আদায়, এবং আত্মনির্ভরশীলতার নতুন পথ।

স্থান: বাংলা একাডেমি।
তারিখ: ৩ ও ৪ জানুয়ারি, ২০২৫ (শুক্র ও শনিবার)।
সময়: সকাল ১০টা – সন্ধ্যা ৬টা।

আসুন, আমাদের সাথে উদযাপন করুন নারীর জীবনের শক্তি ও সম্ভাবনাগুলোকে।
শুভ হোক, মঙ্গল হোক।

Manual6 Ad Code

ভালো থাকার উৎসব – “Celebration of Life” by Shantibari, Season 2

Manual8 Ad Code

রেজিষ্ট্রেশন করুন:
https://www.shohoz.com/events/bhalo-thakar-uthsab

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code