শ্রীমঙ্গলে ‘ফিউচার ফ্রিল্যান্সার’ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

শ্রীমঙ্গলে ‘ফিউচার ফ্রিল্যান্সার’ এর শুভ উদ্বোধন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ ফেব্রুয়ারি ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পূবালী আবাসিক এলাকায় ফিউচার ফ্রিল্যান্সার আইটি এর শুভ উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৪টায় শ্রীমঙ্গলের বিশিষ্টজনের উপস্থিতিতে এর শুভ উদ্বোধন করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন উপদেষ্টা মো. ছালিক আহমেদ, ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আবু বকর, সচেতন নাগরিক কমিটির সভাপতি ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য, ৭১ টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক শামসুল ইসলাম শামিম, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শিমুল তরফদার, সাংবাদিক আল আমিন, সাংবাদিক সাইদুল ইসলাম সবুজ, মো. নূর হোসেন, মো. হেলাল উদ্দিন ভূইয়া, গোলাম রহমান মামুন, লুৎফুল হক লোকমান, মো. আনিস সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বাধনী অনুষ্টানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা আব্দুল কুদ্দুস নিজামী।

উদ্যোক্তারা জানান, শ্রীমঙ্গলের প্রযুক্তি শিক্ষায় নতুন সংযোজন ফিউচার ফ্রিল্যান্সার আইটি, যা ইতিমধ্যেই স্থানীয় যুব সমাজের মধ্যে সাড়া ফেলেছে। এই সেন্টারটি আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা অর্জনের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Manual6 Ad Code

প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধুমাত্র প্রযুক্তি শিক্ষা প্রদান নয়, বরং এমন একটি দক্ষ কমিউনিটি তৈরি করা, যারা গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

Manual1 Ad Code

Future Freelancer এর পেছনে রয়েছেন ৩ জন অভিজ্ঞ প্রশিক্ষক—প্রদ্যুম্ন চক্রবর্তী প্রবাল, ফারহান তানভীর ফাহিম, এবং আখলাতুর রহমান মারজান। তাদের বাস্তব অভিজ্ঞতা এবং সাফল্য স্থানীয় তরুণদের অনুপ্রাণিত করছে। প্রতিষ্ঠানটি মূলত স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে, যেখানে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স চালু রয়েছে, যা শিক্ষার্থীদের অনলাইন ব্যবসা প্রসার, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা এবং বিজ্ঞাপন কৌশল শেখার সুযোগ করে দিচ্ছে। ডিজিটাল মার্কেটিং-এর মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি শক্তিশালী করা যায় এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছানো যায়।

শুধুমাত্র প্রশিক্ষণ নয়, Future Freelancer স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসার জন্য বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করছে। এর মধ্যে রয়েছে ফেসবুক মার্কেটিং, বিজ্ঞাপন বুস্টিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এবং প্রফেশনাল ওয়েবসাইট তৈরি। ফেসবুক মার্কেটিং এবং বিজ্ঞাপন বুস্টিং-এর মাধ্যমে ব্যবসাগুলো খুব সহজেই তাদের লক্ষ্যবস্তু অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছে। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি স্থানীয় একাধিক ব্যবসার সাথে কাজ করে তাদের বিক্রি ও ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করেছে। সাম্প্রতিক এক উদাহরণে, শ্রীমঙ্গলের একটি ক্যাফের জন্য ফেসবুক ক্যাম্পেইন পরিচালনা করে তাদের বিক্রি দ্বিগুণ করা হয়েছে।

Future Freelancer এর অন্যতম বৈশিষ্ট্য হলো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে শেখানো। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগও রাখা হয়েছে, যা তাদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে। এছাড়াও, প্রতিষ্ঠানটি অনলাইন ও অফলাইন উভয় ধরণের ক্লাস পরিচালনা করে, যা যেকোনো স্থানের শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক।

Manual5 Ad Code

যোগাযোগের তথ্য: রেজিস্ট্রেশনের জন্য সরাসরি অফিসে আসতে বা নিচের যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করতে পারো:

ঠিকানা: পুবালী আবাসিক এলাকা, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। ফোন নাম্বার: +৮৮০১৮৮৮৪০৭৮৭৯, +৮৮০১৩৩৫৬০২০৯৩

প্রতিষ্ঠানটি শ্রীমঙ্গলে প্রযুক্তি শিক্ষার নতুন দ্বার উন্মোচন করেছে। Future Freelancer এর মাধ্যমে তরুণ সমাজ গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটে নিজেদের জায়গা করে নিতে পারবে এবং স্থানীয় ব্যবসা আরো সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা করছেন হচ্ছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code