সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ সেপ্টেম্বর ২০২৫ : বাংলার শারদীয় দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, বরং এটি এক মহামিলনমেলা— যেখানে ভক্তি, আনন্দ আর ভালোবাসা একাকার হয়ে যায়। দেবী দুর্গার আরাধনায় যেমন ভক্তরা মন্দিরে সমবেত হন, তেমনি উৎসবের অন্য একটি বড় অনুষঙ্গ হয়ে ওঠে খাবার। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে মিলনমেলায় সুস্বাদু খাবার যেন পূজার আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়। এ আনন্দঘন মুহূর্তকে ঘিরেই বিশেষ আয়োজন করেছে শ্রীমঙ্গলের জনপ্রিয় টি ভ্যালী রেস্টুরেন্ট।
স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের নিশ্চয়তা
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি খাবার রান্না করা হয় উন্নতমানের উপকরণ ব্যবহার করে এবং শতভাগ পরিচ্ছন্ন পরিবেশে। ফলে গ্রাহকরা পান শুধু স্বাদের নিশ্চয়তাই নয়, বরং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের আত্মবিশ্বাসও। বিশেষ করে পূজার সময়ে যেহেতু পরিবার ও শিশুদের নিয়ে অনেকেই বাইরে খেতে আসেন, তাই পরিচ্ছন্নতা ও মানের ব্যাপারে বাড়তি যত্ন নেওয়া হয়।
দেশি-বিদেশি পদে বৈচিত্র্য
পূজা উপলক্ষে টি ভ্যালীর বিশেষ মেনুতে রাখা হয়েছে দেশি-বিদেশি নানা রকম পদ। ভাত-ডাল, মাছ-মাংশের ঐতিহ্যবাহী স্বাদের পাশাপাশি থাকছে নানা বিস্তৃত আয়োজন। এছাড়া ভোজনকারীদের জন্য থাকছে ২৮ পদের ভিন্ন ভিন্ন স্বাদের স্পেশাল ভর্তা। যা শ্রীমঙ্গলের অন্যান্য রেস্টুরেন্ট থেকে সম্পূর্ণ আলাদা। ফলে প্রত্যেকেই নিজের পছন্দমতো খাবার উপভোগ করতে পারবেন।
মিলনমেলার সেরা স্থান
শুধু খাবার নয়, আরামদায়ক পরিবেশ, সুলভ দাম এবং মানসম্মত সার্ভিসের জন্য ইতোমধ্যেই শ্রীমঙ্গলের ভোজনরসিকদের আস্থার জায়গায় পরিণত হয়েছে টি ভ্যালী রেস্টুরেন্ট। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একসঙ্গে বসে আড্ডা, হাসি-আনন্দে খাবার উপভোগ করার জন্য এটি হতে পারে অন্যতম সেরা ঠিকানা।
গ্রাহক সন্তুষ্টিতেই মূল লক্ষ্য
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ভাষ্যে, “আমরা সবসময় গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। আমাদের লক্ষ্য শুধু খাবার পরিবেশন নয়, বরং প্রতিটি অতিথিকে ঘরে ফেরার মতো অভিজ্ঞতা দেওয়া। তাই স্বাদ ও মানে আলাদা হতে চাই আমরা সবসময়।”
উৎসবের আনন্দে বাড়তি মাত্রা
শারদীয় দুর্গাপূজার দিনগুলোতে শ্রীমঙ্গলে ভিড় থাকে দেশি-বিদেশি পর্যটকদেরও। পাহাড়-চা-বাগান ঘুরে দেখা শেষে প্রিয়জনদের নিয়ে যদি কেউ সুস্বাদু খাবারের খোঁজ করেন, তবে টি ভ্যালী রেস্টুরেন্ট হতে পারে একটি অনন্য গন্তব্য। নিখুঁত পরিবেশনা, স্বাস্থ্যসম্মত খাবার আর বৈচিত্র্যময় পদ নিঃসন্দেহে পূজার আনন্দকে বাড়িয়ে তুলবে বহুগুণ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি