২৪ ডিসেম্বর অধ্যাপক জে. কৃষ্ণমূর্তি স্মরণে আইএইচডি–আইএসএলই ওয়েবিনার

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

২৪ ডিসেম্বর অধ্যাপক জে. কৃষ্ণমূর্তি স্মরণে আইএইচডি–আইএসএলই ওয়েবিনার

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | নয়াদিল্লি (ভারত), ২১ ডিসেম্বর ২০২৫ : বিশিষ্ট শ্রম অর্থনীতিবিদ, অর্থনৈতিক ইতিহাসবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমিক অধ্যাপক জে. কৃষ্ণামূর্তির স্মরণে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য ওয়েবিনারে এক স্মরণসভা আয়োজন করেছে ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট (IHD) এবং ইন্ডিয়ান সোসাইটি অব লেবার ইকোনমিক্স (ISLE)। জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই স্মরণসভা বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ ডিসেম্বর ২০২৫, ৮৪ বছর বয়সে অধ্যাপক জে. কৃষ্ণামূর্তি প্রয়াত হন। তিনি আইএইচডির অনারারি অধ্যাপক ছিলেন এবং ভারতসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রম অর্থনীতি ও জনসংখ্যা গবেষণায় এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন।
অধ্যাপক কৃষ্ণামূর্তিকে স্মরণ করা হয় একজন ‘ইন্টেলেকচুয়াল ন্যাশনালিস্ট’ এবং শ্রম অর্থনীতি ও অর্থনৈতিক ইতিহাসের অন্যতম প্রধান কর্তৃত্ব হিসেবে। কর্মসংস্থান, শ্রমবাজার, জনসংখ্যা ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে তার গবেষণা ও বিশ্লেষণ দীর্ঘদিন ধরে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।
তার শিক্ষাজীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তিনি সেন্ট স্টিফেনস কলেজ থেকে বিএ (অনার্স), দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে এমএ এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট অ্যান্টনিস কলেজে মর্যাদাপূর্ণ আগাথা হ্যারিসন ফেলোশিপ লাভ করেন।
পেশাগত জীবনে অধ্যাপক কৃষ্ণামূর্তি জেনেভা ও ব্যাংককে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-তে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দিল্লি স্কুল অব ইকোনমিক্স এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন। আইএলও থেকে অবসর গ্রহণের পর তিনি আইএইচডির অনারারি অধ্যাপক হিসেবে গবেষণা, নীতিমূলক বিশ্লেষণ ও তরুণ গবেষকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আইএইচডিতে থাকাকালীন তিনি কর্মসংস্থান ও শ্রমবাজার, প্রারম্ভিক ভারতীয় অর্থনীতিবিদ, সংকট মোকাবিলা ও পুনর্গঠন, জনসংখ্যা নীতি, উন্নয়ন পরিকল্পনা এবং ভারতীয় অর্থনৈতিক ইতিহাস বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন।
অধ্যাপক কৃষ্ণামূর্তি ইন্ডিয়ান সোসাইটি অব লেবার ইকোনমিক্স (ISLE)-এর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি ৬২তম আইএসএলই সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেন (আইআইটি রুরকি), ২০০৭ সালে তিরুচিরাপল্লিতে অনুষ্ঠিত আইএসএলই বার্ষিক সম্মেলনে প্লেনারি বক্তৃতা দেন এবং ২০১৪ সালে রাঁচিতে অনুষ্ঠিত আইএসএলই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তার মৃত্যুতে ভারতের শ্রম অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

অনলাইন স্মরণসভায় দেশ-বিদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, গবেষক ও শুভানুধ্যায়ী অংশ নেবেন। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual3 Ad Code

আইএইচডির পরিচালক ও আইএসএলই-এর সভাপতি অধ্যাপক আলখ এন. শর্মা বলেন, “অধ্যাপক জে. কৃষ্ণামূর্তি ছিলেন এমন একজন শিক্ষাবিদ, যিনি গবেষণা ও নীতিনির্ধারণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পেরেছিলেন। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।”

স্মরণসভায় অংশ নিতে আগ্রহীরা জুম লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

Manual8 Ad Code

যোগদানের লিংক:
https://us06web.zoom.us/webinar/register/WN_fgD_cyOXTg-Hc-_zlfIVwA

অনুষ্ঠান বিষয়ে যোগাযোগ:
আরএসভিপি: প্রিয়াঙ্কা ত্যাগী, সিইও, আইএইচডি
মোবাইল: ৯৮৯৯১৯৭৩৫২
ই-মেইল: mail@ihdindia.org

Manual8 Ad Code

অধ্যাপক জে. কৃষ্ণামূর্তির জীবন ও কর্ম স্মরণে আয়োজিত এই সভা তার বুদ্ধিবৃত্তিক অবদান ও মানবিক চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ