মজলুম জননেতা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওয়ার্কার্স পার্টির স্মরণসভা কাল

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

মজলুম জননেতা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওয়ার্কার্স পার্টির স্মরণসভা কাল

Manual3 Ad Code

ঢাকা, ১৬ নভেম্বর ২০২০: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।

Manual2 Ad Code

আগামীকাল ১৭ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মহান এই নেতার সংগ্রামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হবে।
আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্টবুদ্ধিজীবী ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেজবাহ কামাল, ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাবুল।
সভায় গণসঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর।
সভায় সভাপতিত্ব করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।

বিঃ দ্রঃ নিম্নে উক্ত ভার্চুয়াল সভার লিংক দেয়া হল www.facebook.com/wpbd71.org – এ যুক্ত হওয়া যাবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ