সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
গাবতলা (বরগুনা), ২০ নভেম্বর ২০২০ : “গ্রামীণ শ্রমজীবী মানুষ রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তাদের শ্রমে উৎপাদন ও অট্টালিকা গড়ে উঠলেও অধিকার ও মর্যাদা এরা পায় না। সমাজে ও রাষ্ট্রে এরা অবহেলিত এবং চরম শোষণ বঞ্চনার শিকার। প্রতি বছর বাজেট হয়, অথচ সমাজ ও রাষ্ট্রের নিরংকুশ এ জনগোষ্ঠীর জন্য মৌলিক কোনো বরাদ্দ নেই। এ অবস্থা চলতে দেয়া যায় না।” বরগুনা জেলার গাবতলা হাইস্কুলে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু এসব কথা বলেন।
আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে
১৫ নভেম্বর ২০২০ রোববার এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু।
পরে সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল মান্নান তালুকদারকে আহবায়ক ও মোঃ মনোয়ার হোসেন পহলানকে যুগ্ম আহবাহক করে ১৯ সদস্য বিশিষ্ট বরগুনা গাবতলার কমিটি গঠন করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D