দেশি পণ্যকে ভালোবাসি

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

Manual2 Ad Code

মালা নবী || খুলনা, ২৬ নভেম্বর ২০২০ : অজান্তে দেশি পণ্যকে ভালোবেসেছি। একটা কৌতুহল হচ্ছে তাইতো বুঝিয়ে বলছি।

Manual2 Ad Code

আব্বা যখন দুই বোনকে নিয়ে আমাদের জন্য কেনাকাটা করতে যেতেন তখন দোকানিরা বিভিন্ন ধরনের কাপড়, থ্রিপিস দেখাতেন আর বাররার বলতেন এটা ইন্ডিয়ান থ্রিপিস,এটা পাকিস্তানি,এটা চাইনা কটন,থাই কটন এটা দেখুন পাকিস্তানি জরজেটের উপর কী গরজিয়াছ কাজ এটার উপর আর কাপড হয়না।

অনেক সময় নিয়ে কেনাকাটা আব্বার পছন্দ করতেন না বেশ বিরক্ত হতেন আর বলতেন নিয়ে নাও আর চলো। আব্বার ভয় পেতাম সবসময় আমি ও চাইতাম না দেরি করতে তবে ঘুরে ফিরে চেকপ্রিন্ট, বলপ্রিন্ট,ইস্টাইপ বাটিক আর তাঁতের থ্রিপিস কিনে বাড়ি ফিরতাম।

Manual7 Ad Code

যদিও আব্বার খুব একটা পছন্দ হতো না বুজতাম তিনি চাইতেন আমরা চুমকি পুথি ওয়ালা কাপড় আর বিদেশি থ্রিপিস কিনি কিন্তু কোন এক অজানা কারনে দেশি সুতির কাপড়ের প্রেমে পড়তাম আর ভালোবেশে কিনে পরতার প্রিয় বাটিক তাঁতের থ্রিপিস।

Manual6 Ad Code

মালা নবী
কাজ করছি খুলনা থেকে
Owner of PALOK craft

এ সংক্রান্ত আরও সংবাদ