মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে দু’টি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে দু’টি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি

Manual4 Ad Code

ঢাকা, ৩০ নভেম্বর ২০২০ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দু’টি গ্রন্থ প্রকাশ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

Manual5 Ad Code

আজ ইউজিসিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় ‘বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা’ ও ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দুটি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটির আহ্বায়ক এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড.মো. আবু তাহের এবং ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
এসব গ্রন্থের অনলাইন আর্কাইভিং ও স্যোশাল মিডিয়া কনটেন্ট প্রস্তুত করা হবে।
এছাড়া, ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় বঙ্গবন্ধু কর্নার স্থাপনের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code