করোনা মহামারির কারণে ভেনিজুয়েলায় তেলের মূল্য কমে ১০ ডলারের নিচে

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

Manual2 Ad Code

কারাকাস, ২৭ এপ্রিল ২০২০: ভেনিজুয়েলায় জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি দুই দশকের মধ্যে সবচেয়ে নিন্ম ১০ ডলারের নিচে নেমে এসেছে। শুক্রবার সরকার এ কথা জানায়।

Manual4 Ad Code

ভেনেজুয়েলা

তেল মন্ত্রণালয় জানায়, সোমবার ও শুক্রবারের মধ্যে জ্বালানি তেলের ব্যারেল প্রতি মূল্য কমে দাঁড়িয়েছিল ৭০,৬২ চায়নিজ ইউয়ান বা ৯ দশমিক ৯০ ডলার। ১৯৯৮ সালের পরে এত দরপতন কখনো হয়নি। ১৯৯৮ সালে ব্যারেল প্রতি মূল্য ৯ দশমিক ২৮ ডলারে নেমে গিয়েছিল।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ২০১৭ সালে তেলের মূল্য ডলারের বদলে চায়নিজ ইউয়ানে হিসাবের ঘোষণা দেন।
গত বছর দেশটিতে সাপ্তাহিক তেলের মূল্যের গড় ছিল ব্যারেল প্রতি ৫৬.৭০ ডলার , ২০১৮ সালে ছিল ৬১.৪১ ডলার। করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এই দরপতন ঘটে।
ভেনিজুয়েলায় ২০১৪ সাল থেকেই তেলের মূল্য চাপের মুখে পড়ে। দেশটির প্রধান আয় তেল রফতানি। মোট জাতীয় আয়ের ৯৬ শতাংশ তেল রফতানির ওপর নির্ভরশীল। তেল কূপ খননে বিনিয়োগ আকর্ষণ এবং রয়্যালিটি প্রদানের স্বার্থে ভেনিজুয়েলায় তেলের দাম ৩০ ডলারের উপরে থাকা প্রয়োজন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ