আগামীকাল মহান মে দিবস: সারাবিশ্বের শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

Manual7 Ad Code

ঢাকা, ৩০ এপ্রিল ২০২০: বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে স্বীকৃত মহান মে দিবস আগামীকাল।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের

Manual4 Ad Code

May Day

দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য তাদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন।
তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে এ বছর মহান মে দিবস উপলক্ষে সরকারি বা বেসরকারি ভাবে তেমন কোন কর্মসূচি রাখা হয়নি।

Manual5 Ad Code

মহান মে দিবস উপলক্ষে সারাবিশ্বের শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও অারপি নিউজ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি মে দিবস উপলক্ষে শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Manual6 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বর্তমান করোনা-পরিস্থিতি বিবেচনায় শারীরিক দূরত্ব বজায় রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা মেনে সীমিত পরিসরে হলেও মহান মে দিবস পালনের জন্য সারাদেশের পার্টি-ইউনিটগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
মহান মে দিবস উপলক্ষে সারাবিশ্বের শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code