শর্ত দিয়ে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মে ৪, ২০২০

ঢাকা, ০৪ মে ২০২০: রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। শর্ত দিয়ে ব্যবসা-প্রতিষ্ঠান খোলার অনুমতি দিল সরকার।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।
বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে বন্ধ করতে হবে বিকাল ৫টার মধ্যে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ