ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও ব্যবসায়ী মুশতাক আহমেদ গ্রেপ্তার

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মে ৬, ২০২০

Manual7 Ad Code

ঢাকা, ০৬ মে ২০২০: ‘সরকাবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে দুইজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব, যাদের একজন কার্টুনিস্ট, অন্যজন অনলাইনে লেখালেখি করেন।

Manual2 Ad Code

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং ব্যবসায়ী মুশতাক আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র‌্যাব।
তিনি বলেন, র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ডের কোনো আবেদন নেই।

Manual3 Ad Code

কিশোরকে কাকরাইল এবং মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, র‌্যাব-৩ এর ডিএডি আবু বকর সিদ্দিক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন। সেখানে মোট ১১ জনকে আসামি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, “তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকাবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছিলেন। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code