নিলুফার মঞ্জুরের মৃত্যুতে রাশেদ খান মেননের শোক

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

নিলুফার মঞ্জুরের মৃত্যুতে রাশেদ খান মেননের শোক

Manual2 Ad Code

সৈয়দ নোমান অাজমী, ২৭ মে ২০২০ : দেশের সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

Manual8 Ad Code

বুধবার (২৭ মে) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সানবিমস-এর অধ্যক্ষ হিসেবে তিনি বহু শিক্ষার্থী তৈরি করেছেন। যারা এখন জীবনে প্রতিষ্ঠিত। সমাজের অন্যান্য হীতকার্যে তার অংশগ্রহণ ছিল। একজন সজ্জন ব্যক্তি হিসেবে নিলুফার মঞ্জুর তার পরিচিতিজনদের মাঝে বিশেষ ছাপ রেখে গেছেন।
বিবৃতিতে মেনন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মে) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সানবিমস-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code