চলে গেলেন আল্লাহ ও আল্লাহর রাসূলে পাক (দ:)-এর সান্নিধ্যে অাল্লামা শাহসুফি সৈয়দ গাজীউল হক চাঁদপুরী শাহ

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০

চলে গেলেন আল্লাহ ও আল্লাহর রাসূলে পাক (দ:)-এর সান্নিধ্যে অাল্লামা শাহসুফি সৈয়দ গাজীউল হক চাঁদপুরী শাহ

Manual7 Ad Code

লাকসাম (কুমিল্লা), ২২ জুন ২০২০: চলে গেলেন আল্লাহ ও আল্লাহর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সান্নিধ্যে হযরত চাঁদপুরী শাহ দরবার শরিফের পীর সাহেব কিবলা পীরে তরিকত অাল্লামা শাহসুফি সৈয়দ আবু আশরাফ মুহাম্মদ গাজীউল হক চাঁদপুরী সাহেব কিবলা। আজ ভোরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual3 Ad Code

রহমান পুর দরবার শরীফের গদ্দীনশীন মেঝ শাহজাদা সৈয়দ গাউছুজ্জামান রুমান এবং বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক ও অাহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রহমান পুর দরবার শরীফের গদ্দীনশীন ছোট শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী এ সংবাদ জানিয়ে বলেন, “আল্লাহ তা’য়ালা হুজুর কিবলাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুন, আমিন। চুম্মা আমিন।।”

Manual2 Ad Code

উল্লেখ্য যে তিনি, মুসলিম জাহানের রত্ন সুন্নীয়তের গৌরব, খারেজি-ওহাবী-বাতেলের আতঙ্ক, আশেকে রসুল ﷺ, সুলতানুল আউলিয়া ওয়াল ওলামা, শাহেন শাহে ফকিহ, মুফতীয়ে আজম গাজী সাইয়্যেদুনা আবু তাহের রহমানপুরী (রহ:) সাহেব কিবলার পীর ও মূর্শিদ কিবলা গাউসে জামান শ্যায়খে পায়াল সৈয়দ আশরাফ আলী চাঁদপুরী শাহ কেবলা কাবার পবিত্র দৌহিত্র।
উনাদের পাক কদমে লাখো সালাম, আমিন।

Manual1 Ad Code

চলে গেলেন আল্লাহ ও আল্লাহর রাসূলে পাক (দ:)-এর সান্নিধ্যে অাল্লামা শাহসুফি সৈয়দ গাজীউল হক চাঁদপুরী শাহ

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code