জ্যেষ্ঠ সচিব হলেন কবির বিন আনোয়ার

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

জ্যেষ্ঠ সচিব হলেন কবির বিন আনোয়ার

Manual6 Ad Code

ঢাকা, ২২ জুন ২০২০: জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হয়েছেন।

Manual1 Ad Code

বিসিএস সপ্তম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব করে আগের দপ্তরে রেখে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ২৯ জুন থেকে এই আদেশ কার্যকর হবে।
২০১৮ সালে সচিব পদোন্নতি পেয়ে সচিব হয়েছিলেন কবির বিন আনোয়ার।
কবিরকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রী ‍মুখ্য সচিবদের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।
১৯৬৪ সালে সিরাজগঞ্জে জন্ম নেওয়া কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রি নেন। পরে এলএলবি ডিগ্রিও নেন তিনি।
মাঠপ্রশাসন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন কবির। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্ব ছিলেন তিনি।
তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual8 Ad Code