আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাল ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২০

আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাল ওয়ার্কার্স পার্টি

Manual4 Ad Code

ঢাকা, ০৭ আগস্ট ২০২০ : অপরাধ দমনের নামে ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ আত্মরক্ষার্থে গুলি’ চালিয়ে হত্যাসহ সব রকমের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার দেয়া এক বিবৃতিতে অাবারও এ দাবি করে বলা হয়, ওয়ার্কার্স পার্টির এই দাবি নতুন নয়। বিএনপি শাসন আমলে এধরনের হত্যাকান্ড শুরুর সময় থেকেই পার্টি এই দাবী জানিয়ে আসছে। এটা বন্ধের জন্য এই সরকারও প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

Manual3 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংবিধানের মৌলিক অধিকার ভোগের ৩১ ও ৩২ ধারার সম্পূর্ণ বিরোধী এবং আইনের শাসনের পরিপূর্ণ লংঘন ও অমানবিক। আইনশৃংখলা বাহিনীর কোন অংশকে এই অধিকার দিলে তা কি পরিনতি নিতে পারে কক্সবাজারে পুলিশী তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত সেনা অফিসার হত্যা তার প্রমাণ। এটা সাধারণ মানুষের জন্যই নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বিপদজনক পরিস্থিতি তৈরি করতে পারে।

Manual5 Ad Code

এই উপলব্ধি থেকেই কক্সবাজার ঘটনাকে কেন্দ্র করে সেনা ও পুলিশ বাহিনীর প্রধান নজিরবিহিন যৌথ সংবাদ সম্মেলনে দেশবাসীকে আশ্বস্থ করার চেষ্টা করেছেন। কিন্তু এর উৎস বন্ধ করা না গেলে বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ উভয়েই আরো বিপদাপন্ন হবে।

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি কক্সবাজার হত্যাকাণ্ডের পূর্ণ তথ্য জনগণকে অবহিত করা ও দায়ী সকলের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code