শ্রীমঙ্গলে ত্রিপুরা মহারাজার কাছাড়ি বাড়ী

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

শ্রীমঙ্গলে ত্রিপুরা মহারাজার কাছাড়ি বাড়ী

Manual2 Ad Code

শ্রীমঙ্গল, ২৭ নভেম্বর ২০২০ : আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বীর চন্দ্র মাণিক্য দেববর্মণ বাহাদুর। রাজত্বকাল ১৮৬২-১৮৯৬ খ্রীঃ। তার পুত্র মহারাজা রাধা কিশোর মাণিক্য বাহাদুর। রাজত্ব কাল ১৮৯৬-১৯০৯ খ্রীঃ। মহারাজা বীর চন্দ্র মাণিক্য দেববর্মণ বাহাদুরের রাজত্বের অনেক আগে থেকেই মতিগঞ্জে ত্রিপুরা মহারাজাদের খাজনা আদায়ের কাছাড়ি ঘর ছিল।

Manual8 Ad Code

১৮৯৭ সালের প্রচন্ড ভূমিকম্পে মতিগঞ্জ এলাকা ক্ষতিগ্রস্ত হলে তৎকালিন মহারাজা রাধা কিশোর মাণিক্য বাহাদুর মতিগঞ্জ থেকে তার খাজনা আদায়ের ঘর শ্রীমঙ্গলে স্থানান্তরের লক্ষে ১৮৯৮ বা ১৮৯৯ সালে শ্রীমঙ্গলে এই কাছাড়ি বাড়ী নির্মাণ করেন।

মহারাজার পক্ষে কর্মকর্তা শৈলেন্দ্র গুহ সহকারী এ্যাষ্টেট ম্যানেজার নিযুক্ত হন। তিনি এই কাছাড়ি বাড়ীতে খাজনা আদায় সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করতেন। তার বাসস্থানও ছিল এই কাছাড়ি বাড়ীর অভ্যন্তরে।

Manual8 Ad Code

১.৬৭ একর জমির উপর এই কাছাড়ি বাড়ী। কাছাড়ি ঘরের সম্মূখে পুকুর। পুকরে একটি বড় ঘাট আছে। ৩০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রশস্ত কাছাড়ি ঘরে তিনটি কক্ষ আছে। সমস্ত ভবনে ৮টি দরজা ও ৯টি জানালা রহেছে। একতালা এই ভবনের দেয়াল ১২ ইঞ্চি চওড়া।

পুকুরের উত্তর পাশে পুরাতণ একটি সুন্দর মসজিদ ছিল। সেটি ভেঙ্গে এখন আধুনিক মসজিদ তৈরী করা হয়েছে। এখন উপজেলা ভূমি অফিস এই বাড়ীতে।

Manual1 Ad Code

তথ্যসূত্র :
আধুনিক ত্রিপুরার ইতিহাস’ বই থেকে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ