শ্রীমঙ্গলে উপজেলার সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়সভা কাল  

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

শ্রীমঙ্গলে উপজেলার সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়সভা কাল  

সৈয়দ অারমান জামী,  বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ০৮ জানুয়ারি ২০২১ : শ্রীমঙ্গলে উপজেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠা সহ সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়সভা কাল। অাগামীকাল ৯ জানুয়ারি ২০২১ সকাল ১০টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার অায়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: অাব্দুস শহীদ এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দল,  সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ