জুনিয়র ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে গেলেন সুমাইয়া দেওয়ান

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

জুনিয়র ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে গেলেন সুমাইয়া দেওয়ান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ অাগস্ট ২০২১ : বিকেএসপির শিক্ষার্থী সুমাইয়া দেওয়ান জুনিয়র ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কেনিয়ায় গেছেন। রোববার কেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগামী ১৭ থেকে ২২ আগস্ট অনুষ্ঠিত হবে এই জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশের সুমাইয়া অনূর্ধ্ব-১৮ বিভাগে অংশ নেবেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে। সাবেক অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁই কোচ ও ম্যানেজার হিসেবে সুমাইয়ার সঙ্গে গেছেন।

বাংলাদেশের জহির রায়হান ২০১৮ সালে এই নাইরোবিতে ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে অংশ নিয়ে সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ