সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১০ নভেম্বর ২০২১: লেখক আবদুর রউফ চৌধুরী সমাজের পথে চলতে চলতে দেখেছেন বৈষম্যের ভয়াল চেহারা। দেখেছেনে সমাজের শ্রমজীবী সর্বহারা জীবনের দুর্গতি, দুর্দশা ও বঞ্চনায় ছিন্নভিন্ন দশাটিকে। সর্বহারা জীবনের সেই যন্ত্রণা তাকে বিচলিত ও ব্যথিত করেছে প্রবলরকম ।তিনি সেই অভিশাপ থেকে সবর্হারা শ্রমজীবীদের উদ্ধারের পথ অণ্বেষণ করতে গিয়ে একসময় পেয়েছেন সঠিক পথের সন্ধান। সেই পথ সমাজতন্ত্র ও কমিউনিজমের। লেখক এই গ্রন্থে শুধু তার নিজের সেই আত্নোপলদ্ধি অার বিশ্বাসের কথাই ব্যক্ত করেননি, তার পাশাপাশি তিনি তুলে ধরেছেন কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন। তুলে ধরেছেন তাঁদের বিপ্লবী চিন্তা ভাবনার বিস্তারিত পরিচয়। দিয়েছেন মার্কস ও এঙ্গেলসের সময়কার অন্যান্য নানা দর্শন, মতাদর্শ ও ধ্যান ধরণার চমৎকার বিবরণ।
এই গ্রন্থে লেখক নতুনকালের আলোতে দেখেছেন মানব সমাজের চিরকালের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক দর্শনটিকে।
তাঁর অনবদ্য গদ্য বইটিকে করে তুলেছে সুখপাঠ্য।
মূল্য ৩০০টাকা, ৩০% ছাড়ে ২১০টাকা।
ঢাকায় কুরিয়ার ৩০ টাকা।
যোগাযোগ ০১৬৭৫৪৪৮৫০৭
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D