বিশিষ্ট সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের ১ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২

বিশিষ্ট সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের ১ম মৃত্যুবার্ষিকী আজ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা, ১৯ অাগস্ট ২০২২ : বিশিষ্ট সাংবাদিক, দৈনিক অর্থনীতির সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য জাহিদুজ্জামান ফারুকের ১ম মৃত্যুবার্ষিকী আজ।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২১ সালের ১৯ অাগস্ট দুপুর সোয়া দুইটার দিকে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন জাহিদুজ্জামান ফারুক। এরপর ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ইস্টার্ন হাউজিং এ্যাপার্টমেন্টে অবস্থিত (সুইড স্কুলের বিপরীত) নিজ বাসভবনে গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। ধীরে ধীরে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। এ অবস্থায় তিনি মারা গেলেন।
জাহিদুজ্জামান ফারুকের মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেয়া হয়। বাদ আসর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual4 Ad Code

ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

Manual4 Ad Code

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক অর্থনীতির সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য জাহিদুজ্জামান ফারুকের ১ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
জাহিদুজ্জামান ফারুকের ১ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের সাংবাদিক সমাজ, ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ), জাতীয় প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নের নেতারা।

Manual8 Ad Code

প্রবীণ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, দৈনিক ইত্তেফাকের সাবেক ইকনোমিক এডিটর, এবং জাপানের কিয়োডো নিউজ সার্ভিসের বাংলাদেশ প্রধান ছিলেন। জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
জাহিদুজ্জামান ফারুক ১৯৫০ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৭৩ সালে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার ডিগ্রী অর্জন করেন। ১৯৭২ সালে ছাত্র অবস্থায় দৈনিক ইত্তেফাকের রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘদিন সাংবাদিকতার পর তিনি একই পত্রিকায় ইকোনমিক এডিটরের দায়িত্ব পালন করেন। তিনি ওভারসীজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এবং সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা) বাংলাদেশের সভাপতি ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিচালনা বোর্ডের সদস্য, ইস্টার্ণ হাউজিং সোসাইটির উপদেষ্টা কমিটি সদস্য ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পরিচালক ছিলেন।

Manual5 Ad Code

জাহিদুজ্জামান ফারুকের ১ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সভাপতি এম. শফিকুল করিম, ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রিয়াজ চৌধুরী প্রমূখ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সৈয়দ অামিরুজ্জামানের শ্রদ্ধা

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক অর্থনীতির সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য জাহিদুজ্জামান ফারুকের ১ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code