সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
সৈয়দা হাজেরা সুলতানা শানজিদা, বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৬ অক্টোবর ২০২২ : আগামী ১১ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। এবছরের প্রতিপাদ্য: “এখন আমাদের সময় – আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ”
পুত্র সন্তানের মতোই কন্যা সন্তান পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ সদস্য। তাদের ও রয়েছে সকল সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠার অধিকার, সুন্দর ও সমান ভবিষ্যৎ গড়ার।
এ বছর ইউএনএফপিএ বাংলাদেশ ও কিশোর বাতায়ন আয়োজন করছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একজন কিশোরী হিসেবে নিজেকে ভবিষ্যতে কীভাবে দেখতে চাও, কী অর্জন করতে চাও, স্বপ্ন অর্জন করতে কোনো বাঁধা আছে কিনা, থাকলে সেটা কীভাবে জয় করবে, রঙ তুলীর আঁচড়ে ফুটে উঠুক তোমার না বলা কথা! বিজয়ী প্রতিযোগীদের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শর্তাবলী:
* বয়সসীমা ০৮-১৯ বছর
*অবশ্যই ৮ই অক্টোবর, ২০২২ এর মধ্যে জমা দিতে হবে।
*শুধুমাত্র কিশোরীরাই অংশগ্রহণ করতে পারবে।
*ছবির সাইজ ১০ মেগাবাইট এর বেশী হবে না।
*ক্যানভাস/ আর্টপেপার/ ডিজিটাল ড্রয়িং যেকোনো মাধ্যমে আঁঁকা যাবে। চিত্রকর্ম জমা দাও নিচের গুগল ফর্মে।
https://docs.google.com/forms/d/1VsaxxiD2NBOMCPsSWsEmtbsCyqFRorsSBln6q6TfHGs
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D