প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হলেন নূরুল হুদা

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হলেন নূরুল হুদা

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৪ অক্টোবর ২০২২ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হলেন নূরুল হুদা।
আজ সোমবার (২৪ অক্টোবর ২০২২) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মো: তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নূরুল হুদাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলি করা হল।
২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার নূরুল হুদা মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিলেট বিভাগীয় উপ সহকারী কমিশনার ও অারডিসি, পিরোজপুর জেলার ইন্দুরখানি ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং রাঙামাটি জেলার এডিসি (জেনারেল), সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পিএস ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সহকারী সচিব নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী ও যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে একটি বিষয়ের ওপর মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়ার বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিক খোরশেদ অালমের বড় ছেলে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সহকারী সচিব নূরুল হুদাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ১৪ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা ও বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাসহ জনস্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অাশা করছি।’