আসছে ধেয়ে ফ্রাঙ্কেনস্টাইন

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

আসছে ধেয়ে ফ্রাঙ্কেনস্টাইন

Manual1 Ad Code

কমলকলি চৌধুরী |

হিন্দু পোলা তুই চুপ থাক —
এত কথা ক্যান রে বাপ!
উচিত কথা কইতে নাই,
কইলে হবে জেলে ঠাঁই!
কপালে ছাপ সংখ্যালঘুর
সইতে হবে গুরুর মুগুর!
নব্বই ভাগের দেশটা
কী হয় দেখি শেষটা।
সবার মুখে কুলুপ আঁটা
মাথায় বুঝি পড়ছে ঠাটা!
আসছে ধেয়ে ফ্রাঙ্কেনস্টাইন
দেখতে পাচ্ছি তারই সাইন!

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code