এশিয়ান গেমস : হাংজুতে চীনা সংস্কৃতিতে বরণ করা হলো বাংলাদেশী বহরকে

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

এশিয়ান গেমস : হাংজুতে চীনা সংস্কৃতিতে বরণ করা হলো বাংলাদেশী বহরকে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | হাংজু (চীন), ২০ সেপ্টেম্বর ২০২৩ : ১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহনকারী বাংলাদেশী বহরকে হাংজু গেম ভিলেজে আজ বর্ণীল চীনা সংস্কৃতিতে বরণ করে নিয়েছে আয়োজকরা। এসময় বৃষ্টি উপেক্ষা করে সেখানে জড়ো হন অ্যাথলেট ও কর্মকর্তারা।
বাংলাদেশ বহরের নেতৃত্বে ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপস্থিত ছিলেন শেফ দ্য মিশন এ কে সরকার ও ডেপুটি শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।
এসময় জাতীয় সঙ্গীতের সাথে গেমস ফ্লাগ প্লাজায় উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। হাংজু এশিয়ান গেমস ভিলেজ মেয়র লি হুওলিন এসময় বাংলাদেশ দলকে স্বাগত জানান। শুভকামনা জানান আসন্ন গেমসের জন্য। পরে বিওএ মহাসচিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code