মুহসীন মোসাদ্দেকের গল্পরূপে প্রিয় কবিতা

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

মুহসীন মোসাদ্দেকের গল্পরূপে প্রিয় কবিতা

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০৮ নভেম্বর ২০২৩ : কবিতার গল্প সংকলন: গল্পরূপে প্রিয় কবিতা। সম্পাদনা: মুহসীন মোসাদ্দেক।

কবিতাকে উপজীব্য করে নির্মিত ১২টি গল্পের একটি সংকলন। ১২ জন লেখক পছন্দের ১২টি কবিতাকে অবলম্বন করে লিখেছেন ১২টি গল্প।

আর জনপ্রিয় কথাসাহিত্যিক সুমন্ত আসলাম লিখেছেন একটি অনুভূতি-গদ্য।

বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।
বইটির মুদ্রিত মূল্য ৩২০ টাকা।
২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের কাঁটাবনস্থ বিক্রয়কেন্দ্রে।

আর ঘরে বসে ২৫% ছাড়ে বইটি পেতে চাইলে অর্ডার করুন অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে
অথবা অনুপ্রাণনের ওয়েবসাইটের এই লিংক থেকে- https://anupranon.com/product/গল্পরূপে-প্রিয়-কবিতা-সম্/
অনুপ্রাণনের বই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের ঠিকানা:
৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।

অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেইজের লিংক: https://www.facebook.com/AnupranonProkashon/
অনুপ্রাণন প্রকাশনের সাথে যোগাযোগ করার ফোন নম্বর:
০১৭৬৬৬৮৪৪৩৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৯১৯৫২০৪৭৩।
অনুপ্রাণন প্রকাশনের ব্যক্তিগত বিকাশ একাউন্ট নম্বর:
০১৬১৯৮০৯২৩৫ এবং ০১৭১১৫৯২৮৯১।

এ সংক্রান্ত আরও সংবাদ