৯-১১ মে পরিবেশবান্ধব বিদ্যুৎ ও কনস্ট্রাকশনসহ বিভিন্ন শিল্পের মেশিনারি প্রদর্শনী

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪

৯-১১ মে পরিবেশবান্ধব বিদ্যুৎ ও কনস্ট্রাকশনসহ বিভিন্ন শিল্পের মেশিনারি প্রদর্শনী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ এপ্রিল ২০২৪ : আগামী ৯-১১ মে ২০২৪ রাজধানী ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী ইনফ্রাট্রাকচার ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এক্সপো এন্ড ডায়লগ অনুষ্ঠিত হবে।

১৩তম বিড এক্সপোতে প্রধান যেসব পণ্য প্রদর্শিত হবে – সৌর এবং নবায়নযোগ্য প্রযুক্তি, বৈদ্যুতিক উপাদান, লাইটিং এবং ইলেকট্রিক যানবাহন, স্মার্ট পাওয়ার কন্ট্রোল সলিউশন, জেনারেটর, ট্রান্সফরমার, সাবস্টেশন, আইপিএস-ইউপিএস,ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন-চিলার-বয়লার, পরিবেশবান্ধব অটো-ব্রিকস ও কংক্রিট ব্লক মেশিনারী, কনস্ট্রাশন মেশিনারী, ফুয়েল ও অটোগ্যাস, অগ্নি ও নিরাপত্তা, জল প্রযুক্তি, লোহা এবং ইস্পাত, ক্রেন ও ফর্কলিফট, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, পেপার কাপ ও ফুড প্যাকেজিং মেশিনারী সহ বিভিন্ন শিল্পের মেশিনারি।

বিশ্বের প্রায় ১২০টি পরিবেশবান্ধব বিদ্যুৎ ও কনস্ট্রাকশন শিল্পের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে প্রদর্শনীতে আসুন।

Manual5 Ad Code

প্রদর্শনটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৯-১১ মে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ ফি নেই।

Manual3 Ad Code

Don’t miss to visit
Open for all and free entry. Bangabandhu International Conference Centre (BICC)

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code