পুরো জাতিকে আমরা ছোট করেছি: অ্যাঞ্জেলো ম্যাথুজ

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৪

পুরো জাতিকে আমরা ছোট করেছি: অ্যাঞ্জেলো ম্যাথুজ

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদক | সেন্ট লুসিয়া, ১৬ জুন ২০২৪ : গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র ১ পয়েন্ট পাওয়ায় ইতোমধ্যে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকার।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লংকানরা। জয় দিয়ে বিশ^কাপ শেষ করার লক্ষ্য শ্রীলংকা। কিন্তু এবারের বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সে হতাশ লংকানদের সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘পুরো জাতিকে আমরা হতাশ করেছি। আমরা দুঃখিত: কারণ আমরা নিজেদের হতাশ করেছি। এটা আমরা কখনওই আশা করিনি। আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি কিন্তু এসব নিয়ে চিন্তার কিছু নেই। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারিনি।’

Manual1 Ad Code

ম্যাথুজ আরও বলেন, ‘‘আমরা টুর্নামেন্টে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। বিশেষ করে প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের হৃদয় ভেঙেছে এবং আমরা অনেক কষ্ট পেয়েছি।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘এটা খুবই হতাশার যে, বিশ্বকাপের আগে আফগানিস্তান, জিম্বাবুয়ের পর বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, তার ধারে কাছেও এবার পারফর্ম করতে পারিনি।’

Manual2 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ