সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪
সৈয়দা নাজমা শবাব, লন্ডন (যুক্তরাজ্য), ১৭ অক্টোবর ২০২৪ : ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কমিউনিটি নেতৃত্ব ও রাজনীতিবিদ মোহাম্মদ ফিরোজ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪) লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় ওয়েলসের রাজধানী কার্ডিফের হিথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ নানাবিধ অসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, ১পুত্র ও ৩কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে পরিবারে পক্ষ থেকে জানিয়েছেন তার দুই কন্যা কার্ডিফ সিটি কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলার বাবলিন মল্লিক এবং কাউন্সিলার জাসমিন চৌধুরী।
উল্লেখ্য যে, বর্নাট্য জীবনের অধিকারী মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামে জন্ম নেয়া মোহাম্মদ ফিরোজ প্রবাস জীবনে একাধিক সমাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানুষের সেবা করে গেছেন।
একসময়ের কৃতি ফুটবলার, বৃটেনের কার্ডিফে বসবাসকারী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিটি নেতৃত্ব মোহাম্মদ ফিরোজ আহমদ মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য ‘৭১-এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি ও বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও প্রবাসে বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিল (ইউকে) সাউথ ওয়েলসের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্টার সাথে।
এদিকে কার্ডিফ বাংলাদেশ কমিউনিটি ও ওয়েলস আওয়ামী লীগের পক্ষ থেকে এক শোকবার্তায় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবীণ রাজনীতিবীদ মোহাম্মদ ফিরুজ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কার্ডিফের কমিউনিটি নেতৃত্ব ও সাংবাদিক মকিস মনসুর, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, বিশ্ববাংলা নিউজ টুয়েন্টি ফোরের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সাংবাদিক আজিজুল আম্বিয়া প্রমুখ। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সৈয়দ আমিরুজ্জামানের শোক
‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কমিউনিটি নেতৃত্ব ও রাজনীতিবিদ মোহাম্মদ ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D