সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর, ১৮ জানুয়ারি ২০২৫ : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে ঢাকাসহ দেশের ৯টি ভেন্যুতে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে দ্বিতীয় ভেন্যু হিসেবে ফরিদপুর জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
আজ শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় আর্চারি র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এই বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কোর্ট চত্তর হয়ে ফরিদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালির পরে তারুণ্যের উৎসব-২০২৫’এ প্রধান অতিথি হিসেবে আর্চারি কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণ ও আর্চারি উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক মো: ফারুক ঢালী, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং ফরিদপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: মাছুদুর রহমান চুন্নু।
এরপর জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয় পিঠা উৎসব। একই মাঠে ৩টি ক্যাটাগরিতে দিনব্যাপি প্রদর্শনী উন্মুক্ত আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মিটার দূরত্বে রিকার্ভ ডিভিশনে জুনিয়র বালিকা ক্যাটাগরি এবং সিনিয়র পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে শুধু একক ইভেন্টে ২৮ জন আরচ্যারের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র বালিকা ক্যাটাগরিতে রুমা আক্তার স্বর্ণ, সায়মা আক্তার রৌপ্য ও রাজিয়া আক্তার মিম ব্রোঞ্জ পদক লাভ করেন।
সিনিয়র পুরুষ ক্যাটাগরিতে মো: আব্দুর রহমান আবির স্বর্ণ, রাইয়ান তালুকদার রৌপ্য ও নাফিস উজ্জামান ব্রোঞ্জ পদক এবং সিনিয়র নারী ক্যাটাগরিতে মেহেজাবিন তুবা স্বর্ণ, নিঝুম আক্তার রৌপ্য ও আসিয়া নাজনিন জাকিয়া ব্রোঞ্জ পদক লাভ করেন।
পুরস্কার বিতরণ শেষে মাঠে লোক সংগীত ও লোক নৃত্য পরিবেশন করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসন এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলায় তারুণ্যের উৎসব-২০২৫’র আরচ্যারী কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D