শ্রীমঙ্গলের কৃতি সন্তান সামিত সোমের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

শ্রীমঙ্গলের কৃতি সন্তান সামিত সোমের অপেক্ষায় বাংলাদেশ

Manual8 Ad Code

মো. কাওছার ইকবাল |

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশি বংশোদ্ভুত অনেকেই খেলার আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন কানাডা জাতীয় দলের খেলোয়ার শ্রীমঙ্গলের কৃতি সন্তান সামিত সোম। গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তিনি বাফুফের কাছে এ আগ্রহের কথা জানান।

বাফুফে ইতোমধ্যেই সামিতের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে। এখন পাসপোর্টের প্রক্রিয়া শুরু করবে। সামিতের সময়-সুযোগ অনুযায়ী তার পাসপোর্টের জন্য কানাডা হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। এসব তথ্য জানিয়েছেন সামিতের প্রক্রিয়া নিয়ে কাজ করা ফাহাদ করিম।

বাফুফের এই সহ-সভাপতি বলেন, ‘আমরা আজ সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনকে অবহিত করব।’

Manual7 Ad Code

কানাডায় বাংলাদেশ হাই কমিশন যে শহরে অবস্থিত সেখান থেকে দূরে থাকেন সামিত। সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি প্রয়োজন। সেটা তিনি ব্যবস্থা করে বাফুফেকে জানাবেন। তার জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিতে হবে সামিতকে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আবেদনের সময়।

Manual5 Ad Code

এদিকে আজ আরো একজন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের সম্মতি পেয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের খেলোয়ার কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে।
#
মো. কাওছার ইকবাল
সিনিয়র সদস্য, শ্রীমঙ্গল প্রেসক্লাব।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ