শ্রীমঙ্গলে আন্ত ইউনিয়ন টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে কালাপুর ইউনিয়ন ক্রিকেট এ্যসোসিয়েশনের জয়লাভ

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫

শ্রীমঙ্গলে আন্ত ইউনিয়ন টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে কালাপুর ইউনিয়ন ক্রিকেট এ্যসোসিয়েশনের জয়লাভ

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ জুন ২০২৫ : ‎শ্রীমঙ্গল উপজেলা আন্ত ইউনিয়ন টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধনী খেলায় কালাপুর ইউনিয়ন ক্রিকেট এ্যসোসিয়েশন বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

‎শনিবার (১৪ জুন ২০২৫) শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ এর আয়োজনে আন্তঃইউনিয়ন টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মির্জাপুর ইউনিয়ন ক্রিকেট টিমকে বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করেছে কালাপুর ইউনিয়ন ক্রিকেট এ্যাসোসিয়েশন।

‎উদ্বোধনী খেলায় কালাপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন ৯০ রানে জয়লাভ করে।

‎অভিনন্দন জানাই কালাপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সকল খেলোয়াড়দের এবং ম্যানেজমেন্টের সকল সদস্যবৃন্দকে।

‎স্কোর —
‎*কালাপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন – ২১১/৬

‎*মির্জাপুর ইউনিয়ন – ১২১/৯

‎*ম্যান অব দ্যা ম্যাচ – ঐশিক।
‎*গেইম চেইঞ্জার – ইমন।

এ সংক্রান্ত আরও সংবাদ