কমরেড হাফিজ জামালের ইন্তেকাল — বামপন্থী আন্দোলনের এক শতবর্ষী সংগ্রামীকে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

কমরেড হাফিজ জামালের ইন্তেকাল — বামপন্থী আন্দোলনের এক শতবর্ষী সংগ্রামীকে শ্রদ্ধাঞ্জলি

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | করাচি (পাকিস্তান), ২২ অক্টোবর ২০২৫ : বামপন্থী আন্দোলনের প্রবীণ নেতা ও শ্রমিক শ্রেণীর আজীবন সংগঠক কমরেড হাফিজ জামাল ১০৩ বছর বয়সে করাচিতে ইন্তেকাল করেছেন। আওয়ামী ওয়ার্কার্স পার্টি (এডব্লিউপি) করাচি শাখা এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

Manual2 Ad Code

দলটির তথ্য সম্পাদক কমরেড হায়দার খোজা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কমরেড হাফিজ জামাল তাঁর পুরো জীবন সমাজতান্ত্রিক আদর্শ, সাম্য ও শ্রমিক শ্রেণীর মুক্তির সংগ্রামের প্রতি উৎসর্গ করেছিলেন। এক শতাব্দীজুড়ে তাঁর রাজনৈতিক ও আদর্শিক ভূমিকা ছিল দৃঢ় বিশ্বাস, ত্যাগ ও বিপ্লবী চেতনার প্রতীক।

Manual7 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, বিভাগ-পূর্ব ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সদস্য হিসেবে তিনি প্রগতিশীল রাজনীতির ধারাকে এগিয়ে নিতে যে অবদান রেখেছেন, তা পাকিস্তানের বামপন্থী ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Manual7 Ad Code

করাচির আওয়ামী ওয়ার্কার্স পার্টি কমরেড হাফিজ জামালের পরিবার, সহযোদ্ধা এবং তাঁর আদর্শে বিশ্বাসী সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমরা তাঁর স্বপ্ন — একটি ন্যায়ভিত্তিক, সমান ও গণতান্ত্রিক সমাজ গড়ার লড়াই — অব্যাহত রাখব।”

পার্টির পক্ষ থেকে তাঁকে বিপ্লবী সালাম জানিয়ে বিবৃতির শেষে উচ্চারিত হয়:
“কমরেড হাফিজ জামাল দীর্ঘজীবী হোন! সমাজতান্ত্রিক সংগ্রাম দীর্ঘজীবী হোন! বিপ্লব দীর্ঘজীবী হোন!”

Manual1 Ad Code