সিলেট ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
বিশেষ প্রতিনিধি | করাচি (পাকিস্তান), ২২ অক্টোবর ২০২৫ : বামপন্থী আন্দোলনের প্রবীণ নেতা ও শ্রমিক শ্রেণীর আজীবন সংগঠক কমরেড হাফিজ জামাল ১০৩ বছর বয়সে করাচিতে ইন্তেকাল করেছেন। আওয়ামী ওয়ার্কার্স পার্টি (এডব্লিউপি) করাচি শাখা এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
দলটির তথ্য সম্পাদক কমরেড হায়দার খোজা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কমরেড হাফিজ জামাল তাঁর পুরো জীবন সমাজতান্ত্রিক আদর্শ, সাম্য ও শ্রমিক শ্রেণীর মুক্তির সংগ্রামের প্রতি উৎসর্গ করেছিলেন। এক শতাব্দীজুড়ে তাঁর রাজনৈতিক ও আদর্শিক ভূমিকা ছিল দৃঢ় বিশ্বাস, ত্যাগ ও বিপ্লবী চেতনার প্রতীক।
বিবৃতিতে আরও বলা হয়, বিভাগ-পূর্ব ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সদস্য হিসেবে তিনি প্রগতিশীল রাজনীতির ধারাকে এগিয়ে নিতে যে অবদান রেখেছেন, তা পাকিস্তানের বামপন্থী ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
করাচির আওয়ামী ওয়ার্কার্স পার্টি কমরেড হাফিজ জামালের পরিবার, সহযোদ্ধা এবং তাঁর আদর্শে বিশ্বাসী সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমরা তাঁর স্বপ্ন — একটি ন্যায়ভিত্তিক, সমান ও গণতান্ত্রিক সমাজ গড়ার লড়াই — অব্যাহত রাখব।”
পার্টির পক্ষ থেকে তাঁকে বিপ্লবী সালাম জানিয়ে বিবৃতির শেষে উচ্চারিত হয়:
“কমরেড হাফিজ জামাল দীর্ঘজীবী হোন! সমাজতান্ত্রিক সংগ্রাম দীর্ঘজীবী হোন! বিপ্লব দীর্ঘজীবী হোন!”

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি