নদীকাহন-এ লেখা আহ্বান: নদীর গল্পে গাঁথা হবে নতুন প্রজন্মের স্মৃতি

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

নদীকাহন-এ লেখা আহ্বান: নদীর গল্পে গাঁথা হবে নতুন প্রজন্মের স্মৃতি

Manual1 Ad Code
১০ নভেম্বর পর্যন্ত গল্প, প্রবন্ধ, কবিতা, ছড়া ও প্রতিবেদন পাঠানো যাবে ইমেইলে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ নভেম্বর ২০২৫ : বাংলাদেশের নদীভিত্তিক সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা সাহিত্যপত্রিকা ‘নদীকাহন’-এর নতুন সংখ্যা প্রকাশের প্রস্তুতি চলছে। নদীকে কেন্দ্র করে গল্প, প্রবন্ধ, কবিতা, ছড়া ও প্রতিবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে পত্রিকাটি।

Manual6 Ad Code

সম্পাদকমণ্ডলী জানিয়েছেন, “নদী মানে শুধু জলধারা নয়— নদী মানে জীবন, সংস্কৃতি ও ইতিহাসের নিরন্তর প্রবাহ। নদীর সঙ্গে যুক্ত মানুষের স্মৃতি, গান, গল্প ও অভিজ্ঞতাই ‘নদীকাহন’-এর মূল উপজীব্য।”

Manual3 Ad Code

লেখা পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর ২০২৫। আগ্রহী লেখকরা নিজেদের রচনা পাঠাতে পারবেন এই ঠিকানায়:

nodikahon.river@gmail.com

‘নদীকাহন’—এর প্রকাশনা দল জানিয়েছে, প্রতিটি সংখ্যায় তারা বাংলাদেশের নানা প্রান্তের নদী ও নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপনকে সাহিত্য ও সংস্কৃতির আলোকে তুলে ধরতে চান। তাদের ভাষায়, “আসুন, নদীর গল্প লিখি, নদীকে বাঁচাই, ভবিষ্যৎকে রক্ষা করি।”

Manual6 Ad Code

শেষে তারা সবার প্রতি আহ্বান জানিয়েছেন—
“নদী বাঁচুক, জীবন বাঁচুক।”

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual6 Ad Code