সিলেট ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
১০ নভেম্বর পর্যন্ত গল্প, প্রবন্ধ, কবিতা, ছড়া ও প্রতিবেদন পাঠানো যাবে ইমেইলে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ নভেম্বর ২০২৫ : বাংলাদেশের নদীভিত্তিক সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা সাহিত্যপত্রিকা ‘নদীকাহন’-এর নতুন সংখ্যা প্রকাশের প্রস্তুতি চলছে। নদীকে কেন্দ্র করে গল্প, প্রবন্ধ, কবিতা, ছড়া ও প্রতিবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে পত্রিকাটি।
সম্পাদকমণ্ডলী জানিয়েছেন, “নদী মানে শুধু জলধারা নয়— নদী মানে জীবন, সংস্কৃতি ও ইতিহাসের নিরন্তর প্রবাহ। নদীর সঙ্গে যুক্ত মানুষের স্মৃতি, গান, গল্প ও অভিজ্ঞতাই ‘নদীকাহন’-এর মূল উপজীব্য।”
লেখা পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর ২০২৫। আগ্রহী লেখকরা নিজেদের রচনা পাঠাতে পারবেন এই ঠিকানায়:
nodikahon.river@gmail.com
‘নদীকাহন’—এর প্রকাশনা দল জানিয়েছে, প্রতিটি সংখ্যায় তারা বাংলাদেশের নানা প্রান্তের নদী ও নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপনকে সাহিত্য ও সংস্কৃতির আলোকে তুলে ধরতে চান। তাদের ভাষায়, “আসুন, নদীর গল্প লিখি, নদীকে বাঁচাই, ভবিষ্যৎকে রক্ষা করি।”
শেষে তারা সবার প্রতি আহ্বান জানিয়েছেন—
“নদী বাঁচুক, জীবন বাঁচুক।”

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি