আসন্ন নির্বাচন ঘিরে শ্রীমঙ্গলে বিএনপির ঘরোয়া কর্মীসভা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

আসন্ন নির্বাচন ঘিরে শ্রীমঙ্গলে বিএনপির ঘরোয়া কর্মীসভা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২ নভেম্বর ২০২৫ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার হয়েছে। নির্বাচনকে ঘিরে দলীয় কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে শনিবার বিকেলে সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নওয়াগাঁও এলাকায় অনুষ্ঠিত হয় এক ঘরোয়া কর্মীসভা।

সভাটি অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপুর নিজ বাসভবনে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা মানিক মিয়া এবং সঞ্চালনা করেন আয়োজক সাইফুর রহমান শিপু।

Manual6 Ad Code

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকসুদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির সদস্য সৈয়দ সালাউদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ঝাড়ু এবং যুবদল নেতা আজিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

সভায় স্থানীয় নেতাকর্মীরা বিএনপির নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্রভিত্তিক টিম গঠন, ভোটার তালিকা হালনাগাদ এবং প্রচারণা কৌশল নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধারে শান্তিপূর্ণ ও গণমুখী রাজনীতি অব্যাহত রাখবে বিএনপি।

Manual4 Ad Code

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual4 Ad Code