কক্সবাজারে দায়িত্বশীল পর্যটন নিয়ে জাতীয় সেমিনার ও প্রদর্শনী ১২ নভেম্বর

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

কক্সবাজারে দায়িত্বশীল পর্যটন নিয়ে জাতীয় সেমিনার ও প্রদর্শনী ১২ নভেম্বর

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | কক্সবাজার, ০৯ নভেম্বর ২০২৫ : দেশের পর্যটন রাজধানী কক্সবাজারে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “দায়িত্বশীল পর্যটন: চর্চা, শাসন ও অংশীদারিত্ব” শীর্ষক জাতীয় সেমিনার ও প্রদর্শনী। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের নীতি-নির্ধারক, পর্যটন বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও স্থানীয় নেতৃত্বরা একত্র হবেন কক্সবাজারের টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল পর্যটন শিল্প গড়ে তোলার লক্ষ্যে।

এই আয়োজনটি হচ্ছে আইএলও-র “Leaving No One Behind: Improving Skills and Economic Opportunities for Women and Youth in Cox’s Bazar (ISEC)” প্রকল্পের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট, যা কানাডার হাইকমিশন টু বাংলাদেশের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ইভেন্টটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে enroute।

দায়িত্বশীল পর্যটনের দিকে নতুন দিগন্ত

সেমিনারের লক্ষ্য হচ্ছে কক্সবাজারের পর্যটন খাতকে এমনভাবে গড়ে তোলা, যাতে স্থানীয় নারী ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে, পরিবেশ রক্ষা হয় এবং স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতি একসঙ্গে বিকশিত হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে দুটি প্রধান প্যানেল আলোচনার আয়োজন থাকবে—
১️⃣ “Empowering Women and Youth through Decent Work and Inclusive Growth in the Tourism Sector”
২️⃣ “Building Climate-Resilient Destinations: Policy, Innovation, and the Future of Responsible Tourism”

বিশেষজ্ঞরা এখানে আলোচনা করবেন কীভাবে দায়িত্বশীল বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, ও ন্যায্য কর্মসংস্থানের মাধ্যমে পর্যটন শিল্পে নারী ও তরুণদের অন্তর্ভুক্ত করা যায়।

স্থানীয় সংস্কৃতি ও উদ্ভাবনের প্রদর্শনী

একইসঙ্গে অনুষ্ঠিত হবে একটি ওপেন এক্সিবিশন, যেখানে থাকবে স্থানীয় কারুশিল্প, ঐতিহ্যবাহী খাবার এবং জলবায়ু-স্মার্ট উদ্ভাবনের প্রদর্শনী। আয়োজনের শেষে থাকছে একটি সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে কক্সবাজারের ঐতিহ্য, সঙ্গীত ও বৈচিত্র্যকে উদযাপন করা হবে।

সম্মেলনের স্থান ও সময়

তারিখ: ১২ নভেম্বর ২০২৫
স্থান: ক্যাপ্টেন কক্স কনফারেন্স রুম, ওশান প্যারাডাইস হোটেল, কক্সবাজার

Manual5 Ad Code

পটভূমি ও গুরুত্ব

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতনগরী কক্সবাজারে পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও, টেকসই ব্যবস্থাপনার অভাব এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ক্রমশ বাড়ছে। দায়িত্বশীল পর্যটন বা Responsible Tourism এখন সময়ের দাবি—যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ পাশাপাশি এগিয়ে যায়।

আইএলওর এই উদ্যোগটি সেই দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, স্থানীয় নারী ও তরুণদের দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে পর্যটন শিল্পে মর্যাদাপূর্ণ কাজের সুযোগ করে দেওয়া, যেন কেউ উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে।

অংশগ্রহণ ও প্রত্যাশা

Manual2 Ad Code

সেমিনারে সরকারের পর্যটন ও শ্রম খাতের নীতি নির্ধারক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

Manual1 Ad Code

সংশ্লিষ্টরা আশা করছেন, এই জাতীয় সেমিনার ও প্রদর্শনী কক্সবাজারে একটি দায়িত্বশীল ও টেকসই পর্যটন মডেল গড়ে তোলার রূপরেখা তৈরি করবে, যা ভবিষ্যতে দেশের অন্যান্য পর্যটন অঞ্চলেও অনুসরণীয় হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ