কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে Human Rights Advocates Program-এর আবেদনের সুযোগ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে Human Rights Advocates Program-এর আবেদনের সুযোগ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নিউইয়র্ক সিটি (যুক্তরাষ্ট্র), ০৯ নভেম্বর ২০২৫ : মানবাধিকার রক্ষায় কাজ করা কর্মীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের Institute for the Study of Human Rights (ISHR) কর্তৃক পরিচালিত Human Rights Advocates Program (HRAP)-এর ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন এখন উন্মুক্ত।

এই কর্মসূচি মূলত সারা বিশ্বের মানবাধিকারকর্মীদের জন্য, যারা বিভিন্ন বেসরকারি সংগঠন (NGO) ও সম্প্রদায়ের সঙ্গে কাজ করছেন। তারা নারী ও লিঙ্গভিত্তিক সহিংসতা, সংখ্যালঘু অধিকার, শ্রমিক অধিকার, LGBTQI+ সম্প্রদায়ের অধিকার, আদিবাসী জনগোষ্ঠী, অভিবাসন, স্বাস্থ্য, সামাজিক বঞ্চনা, পরিবেশগত ন্যায়বিচার, প্রতিবন্ধী অধিকার, এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

উদ্দেশ্য ও গুরুত্ব

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের HRAP প্রোগ্রামের লক্ষ্য হলো অভিজ্ঞ মানবাধিকারকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সংযুক্ত করা এবং নীতি-পর্যায়ে কার্যকর পরিবর্তন আনার সক্ষমতা তৈরি করা। অংশগ্রহণকারীরা নিউইয়র্কে অনুষ্ঠিত বিভিন্ন কর্মশালা, সেমিনার, এবং নেটওয়ার্কিং ইভেন্টে যোগদান করে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন।

যোগ্যতা ও শর্তাবলি

এই প্রোগ্রামের জন্য আবেদনকারীদের অবশ্যই মানবাধিকার ক্ষেত্রের সক্রিয় কর্মী হতে হবে এবং কোনো বেসরকারি সংস্থার সঙ্গে মাঠপর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পূর্ণকালীন শিক্ষার্থী, শিক্ষক বা সরকারি কর্মকর্তা এই প্রোগ্রামের জন্য বিবেচিত হবেন না।

Manual4 Ad Code

যারা পূর্ণকালীন পেশার পাশাপাশি মানবাধিকার কর্মকাণ্ডে যুক্ত, তারাই অগ্রাধিকার পাবেন।

Manual8 Ad Code

আবেদনকারীদের মানবাধিকার বিষয়ে গভীর অঙ্গীকার ও নেতৃত্ব প্রদর্শনের সক্ষমতা থাকতে হবে।

অর্থায়ন ও বৃত্তি

প্রোগ্রামটির আওতায় সীমিত সংখ্যক অংশগ্রহণকারী সম্পূর্ণ বৃত্তি (Full Scholarship) পাবেন। তবে অন্যান্য নির্বাচিত আবেদনকারীদের নিজেদের জীবিকা ও অবস্থান ব্যয় বহন করতে হতে পারে।

আবেদনের শেষ তারিখ

২০২৫ সালের ১ ডিসেম্বর (সোমবার), রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম) পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে।

আবেদন পদ্ধতি

আবেদনকারীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করে বিস্তারিত তথ্য ও আবেদনপত্র জমা দিতে পারবেন—
বিস্তারিত তথ্য: https://www.humanrightscolumbia.org/hrap/admissions-information
নিবন্ধন: https://www.humanrightscolumbia.org/user/register

প্রোগ্রামের ইতিহাস ও সাফল্য

Manual7 Ad Code

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের Human Rights Advocates Program ১৯৮৯ সাল থেকে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এ পর্যন্ত ৮০টিরও বেশি দেশের শত শত মানবাধিকারকর্মী এই প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ দেশে ন্যায়বিচার, সমতা ও মানব মর্যাদা রক্ষায় কাজ করছেন।

শেষ কথা

মানবাধিকার রক্ষায় বাস্তব পরিবর্তন আনতে এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের বিরল সুযোগ তৈরি করেছে HRAP। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের কর্মীদের জন্য এটি এক অনন্য সুযোগ, যা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: Institute for the Study of Human Rights, Columbia Universit.
ক্রেডিট: Human Rights Advocates Program (HRAP).

Manual7 Ad Code