চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে Environmental Justice বিষয়ে পাঁচদিনব্যাপী কর্মশালা ৮ ডিসেম্বর

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে Environmental Justice বিষয়ে পাঁচদিনব্যাপী কর্মশালা ৮ ডিসেম্বর

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | চিয়াং মাই (থাইল্যান্ড), ০৯ নভেম্বর ২০২৫ : থাইল্যান্ডের চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ের Regional Center for Social Science and Sustainable Development (RCSD), সমাজবিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা — “Environmental Justice: Rethinking Knowledge, Power, and Inequality in the Context of Climate Change and Agrarian Transitions in Southeast Asia”।

পাঁচ দিনব্যাপী এই কর্মশালা আগামী ৮–১২ ডিসেম্বর ২০২৫ তারিখে চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এটি Association for Asian Studies (AAS) ও Swedish International Development Cooperation Agency (Sida)-এর সহায়তায় “Cultivating the Humanities & Social Sciences and Supporting Underrepresented Scholars of Asia (CHSS)” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।

কর্মশালার উদ্দেশ্য

Manual5 Ad Code

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও কৃষিভিত্তিক রূপান্তরের প্রেক্ষাপটে জ্ঞান, ক্ষমতা ও বৈষম্যের প্রশ্নে পরিবেশগত ন্যায়বিচারের ধারণা পুনর্বিবেচনা করবেন। আলোচনায় আসবে— কৃষির পরিবর্তন, পরিবেশগত রূপান্তর, স্থানীয় জ্ঞান ও প্রথা, রাষ্ট্রীয় নীতি, এবং বৈশ্বিক জলবায়ু উদ্যোগের পারস্পরিক সম্পর্ক।

Manual5 Ad Code

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা রাজনৈতিক পরিবেশবিদ্যা, জলবায়ু ও কৃষি পরিবর্তন, পরিবেশ শাসন, উত্তোলনবাদ (extractivism), এবং ন্যায়বিচারভিত্তিক গবেষণার পদ্ধতি বিষয়ক বক্তৃতা, কেস স্টাডি ও মাঠপর্যায়ের শিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।

অংশগ্রহণ ও যোগ্যতা

কর্মশালায় দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (বিশেষ করে কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম) ১৫–১৮ জন গবেষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
আবেদন করতে পারবেন —

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী,

প্রারম্ভিক পর্যায়ের শিক্ষক ও গবেষক,

পরিবেশ, কৃষি পরিবর্তন, জলবায়ু ন্যায়বিচার, অভিবাসন ও সামাজিক বৈষম্য বিষয়ে কাজ করা উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা।

অংশগ্রহণকারীরা পূর্ণ বা আংশিক অর্থায়নে (ভ্রমণ, আবাসন, খাদ্য ও প্রশিক্ষণ সামগ্রী) সহায়তা পাবেন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (বাংলাদেশ সময়ের কাছাকাছি, GMT+7)

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫

নির্বাচনের ফল প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫

Manual5 Ad Code

কর্মশালার সময়কাল: ৮–১২ ডিসেম্বর ২০২৫

Manual7 Ad Code

বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে:
???? https://rcsd.soc.cmu.ac.th/news-announcements/call-for-applications-workshop-on-environmental-justice-rethinking-knowledge-power-and-inequality-in-the-context-of-climate-change/

এ সংক্রান্ত আরও সংবাদ