নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ২০২৫ 

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ২০২৫ 

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ নভেম্বর ২০২৫ : দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে বাস্তবে রূপ দিতে এসএমই ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে ‘এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ২০২৫’। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতার আবেদন কার্যক্রম।

এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তারা তাঁদের সৃজনশীল ব্যবসায়িক ধারণা উপস্থাপন করার সুযোগ পাবেন। নির্বাচিত বিজয়ীরা শুধুমাত্র আর্থিক পুরস্কারই পাবেন না, বরং উদ্যোক্তা হিসেবে নিজেদের দক্ষতা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন।

Manual3 Ad Code

বিজয়ীদের জন্য থাকছে নানা সুযোগ

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য এসএমই ফাউন্ডেশন ঘোষণা করেছে একাধিক আকর্ষণীয় সুবিধা। এর মধ্যে রয়েছে—

আর্থিক পুরস্কার,

উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ,

অভিজ্ঞ মেন্টরদের পরামর্শ,

Manual3 Ad Code

বিজনেস ইনকিউবেশন সেন্টারের সহায়তা,

Manual1 Ad Code

বাজার সংযোগ ও প্রচারণা সহযোগিতা,

ঋণ প্রাপ্তিতে সহায়তা ও পরামর্শ।

এসব সুযোগের মাধ্যমে নতুন উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের পাশাপাশি বাজারে প্রবেশের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

অংশগ্রহণের যোগ্যতা

‘এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ২০২৫’-এ অংশ নিতে হলে অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে—

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস বা সমমান

বয়সসীমা: ন্যূনতম ১৮ বছর।

উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই আয়োজন

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও সম্ভাবনাকে বাস্তব উদ্যোগে রূপ দিতে সহায়তা করা। তাঁরা আরও বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) শক্ত ভিত্তি তৈরি করতে হবে। এই প্রতিযোগিতা সেই ধারারই একটি অগ্রসর পদক্ষেপ।”

কীভাবে আবেদন করবেন

আগ্রহী উদ্যোক্তারা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন:
https://tinyurl.com/bpcsmef2025
আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫।

উদ্যোক্তাদের প্রতি আহ্বান

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক উদীয়মান উদ্যোক্তা তাঁদের স্বপ্নের ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। যাঁরা ইতিমধ্যেই কোনো ব্যবসার প্রাথমিক ধারণা তৈরি করেছেন অথবা সমাজে নতুন কিছু উদ্ভাবনের স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এই প্রতিযোগিতা হতে পারে এক বড় পদক্ষেপ।

Manual4 Ad Code

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে ফাউন্ডেশনের আহ্বান—
“নিজের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে বাস্তবে রূপ দিন— আজই আবেদন করুন, হয়ে উঠুন আগামী দিনের সফল উদ্যোক্তা।”

এ সংক্রান্ত আরও সংবাদ