বিশ্ব ডায়াবেটিস দিবস আজ : কর্মস্থলে সচেতনতা গড়ে তোলার আহ্বান

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ : কর্মস্থলে সচেতনতা গড়ে তোলার আহ্বান

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ১৪ নভেম্বর ২০২৫ : আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

Manual5 Ad Code

ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ ও চিকিৎসার বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া — এই লক্ষ্যেই প্রতিবছর দিবসটি পালিত হয়।

বিশ্বব্যাপী পালনের সূচনা

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। পরে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সরকারের প্রস্তাবের পর ২০০৭ সাল থেকে দিবসটি জাতিসংঘের স্বীকৃতিতে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

Manual2 Ad Code

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তাঁরা ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোগটির হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ—এখানে প্রতি ১০০ জনে প্রায় ১৪ জন প্রাপ্তবয়স্ক (২০–৭৯ বছর) ডায়াবেটিসে আক্রান্ত।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। এই সংখ্যা ২০২৫ সালের মধ্যে দেড় কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডায়াবেটিস আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে অষ্টম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইডিএফ-এর তথ্যে দেখা যায়, প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয়, এবং একই সময়ে দুইজন নতুন রোগী শনাক্ত হন। বিশ্বের ১২ লাখেরও বেশি শিশু ও কিশোর (০–১৯ বছর বয়সী) টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত, আর বাংলাদেশের প্রায় ২০ হাজার শিশু এই রোগে ভুগছে, যাদের গড় বয়স ১০–১২ বছর।

Manual6 Ad Code

২০২১ সালে বিশ্বে ৫৩.৭ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন; ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৬৪.৩ কোটি এবং ২০৪৫ সালে ৭৮.৩ কোটিতে পৌঁছাতে পারে বলে আইডিএফ ডায়াবেটিস অ্যাটলাসে উল্লেখ করা হয়েছে।

অর্থনৈতিক বোঝা ও মৃত্যু

ডায়াবেটিসের কারণে ২০২১ সালে বিশ্বব্যাপী ৬৭ লাখ মানুষ মারা যান এবং রোগটির চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৯৬৬ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৯ শতাংশ।

বাংলাদেশে কর্মসূচি

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) দুইদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রধান লক্ষ্য হলো—ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধি।

আজ ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম হাসপাতালের কার পার্কিং এলাকা থেকে টেনিস ক্লাব গেট পর্যন্ত রোড শো ও প্লাকার্ড অবস্থান কর্মসূচি পালিত হবে। একইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হার্ট, নিউরো ও ভাসকুলার ক্যাম্প অনুষ্ঠিত হবে হ্রাসকৃত মূল্যে।

আগামীকাল ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সেইদিন সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহতাব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান।

এছাড়া ১৪ ও ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে বারডেমের ট্রান্সফিউশন মেডিসিন ও ক্লিনিক্যাল হেমাটলজি বিভাগে।

সচেতনতা প্রচার

দিবসটি ঘিরে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা প্রকাশ করা হচ্ছে। এছাড়া জনসচেতনতা সৃষ্টিতে পোস্টার, লিফলেট, স্টিকার এবং অনলাইন প্রচার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

উপসংহার

বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ এখন ডায়াবেটিসের ঝুঁকিতে। কর্মস্থলে ও দৈনন্দিন জীবনে সচেতনতা, নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তিই পারে এই নীরব ঘাতক রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে।