শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) | ২৬ নভেম্বর ২০২৫ : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এর আগে রঙিন ব্যানার–ফেস্টুনে সজ্জিত একটি বর্ণিল র‍্যালি শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি আয়োজন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় জাতের পশুপালনকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। সরকার এ খাতে ব্যাপক সহায়তা দিচ্ছে, খামারিদের উচিত সেই সুযোগ কাজে লাগানো।”
তিনি আরও বলেন, “নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সচেতনতা ও নিয়মিত পরামর্শ গ্রহণ এখন সময়ের দাবি।”

সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সাবিনা ইয়াসমিন বলেন, “বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে টেকসই করতে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। খামারিদের দোরগোড়ায় ভেটেনারি সেবা পৌঁছে দিতে আমরা সবসময় কাজ করছি।”
তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের সাফল্যই প্রমাণ করে, সঠিক ব্যবস্থাপনা ও নিয়মিত পরামর্শ পশুপালনে কীভাবে বড় পরিবর্তন আনতে পারে।”

বিশেষ অতিথিদের বক্তব্য

Manual1 Ad Code

শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ রফি আহমেদ চৌধুরী বলেন, “প্রাণিসম্পদ শুধু অর্থনৈতিক নয়, পুষ্টি নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশের গবাদিপশুর উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও শিক্ষার সমন্বয় জরুরি।”

Manual1 Ad Code

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর বলেন, “অনেক তরুণ এখন খামার করে নিজেদের কর্মসংস্থান তৈরি করছেন। প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা তৈরির জন্য যুব উন্নয়ন অধিদপ্তর নানা প্রশিক্ষণ ও ঋণ–সুবিধা দিয়ে আসছে। তরুণদের এগিয়ে আসতে হবে।”

Manual3 Ad Code

উপজেলা বিএনপির নেতা ও সাবেক পৌর কমিশনার মীর এম এ সালাম বলেন, “রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রাণিসম্পদ খাতের প্রসারে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

প্রদর্শনীতে যা দেখা যায়

প্রদর্শনীতে স্থানীয় খামারিদের প্রদর্শিত দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর ও বিশেষ জাতের হাঁসের পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতি, ভেটেনারি মেডিসিন, কৃত্রিম প্রজনন ও দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রযুক্তির stall দর্শনার্থীদের আকর্ষণ করে। ছোট-বড় সব বয়সের মানুষ ভিড় করেন এসব স্টলে।

এ সংক্রান্ত আরও সংবাদ