সিলেট ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ নভেম্বর ২০২৫ : বহু জাতি-গোষ্ঠীর বর্ণিল সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাপনের অনন্য সমন্বয়ে সমৃদ্ধ মৌলভীবাজার জেলা।
পর্যটন শহর ও চায়ের রাজধানী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়; বহুজাতির সহাবস্থান, শিল্প-সংস্কৃতি ও সম্প্রীতির জন্যও পরিচিত। এই সমৃদ্ধ সাংস্কৃতিক বহুমাত্রিকতাকে দেশ-বিদেশের সামনে আরও প্রাণবন্তভাবে তুলে ধরতেই দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫’।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫ শ্রীমঙ্গল শহরতলীর ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হবে এই বর্ণিল উৎসব। আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে শ্রীমঙ্গলে উৎসবের আমেজ বিরাজ করছে।
ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির বর্ণিল সমাহার
আয়োজক সূত্র জানায়, স্থানীয় সংস্কৃতি, শিল্প ও সম্প্রীতির দৃষ্টিনন্দন সমন্বয়ে সাজানো হবে পুরো উৎসব প্রাঙ্গণ। তিনদিনের অনুষ্ঠানমালায় থাকবে—
বিভিন্ন জাতি-গোষ্ঠীর সংস্কৃতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা,
ঐতিহ্যবাহী পণ্য ও হস্তশিল্পের বিশেষ প্রদর্শনী,
দেশীয় ও স্থানীয় খাবারের ফুড কোর্ট,
চা–সংস্কৃতি কেন্দ্রিক বিশেষ আয়োজন, যেখানে দর্শনার্থীরা চায়ের ইতিহাস, প্রক্রিয়াকরণ ও স্বাদ-বৈচিত্র্যের অভিজ্ঞতা পাবেন,
স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র।
আয়োজনে অংশ নেবে শ্রীমঙ্গলের ক্ষুদ্র নৃগোষ্ঠী—মনিপুরি, খাসিয়া, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা। তারা নিজেদের অনন্য ঐতিহ্য, পোশাক, সঙ্গীত, নৃত্য ও হস্তশিল্প তুলে ধরবেন দর্শনার্থীদের সামনে।
পর্যটন সম্ভাবনায় নতুন গতি
শ্রীমঙ্গলকে ঘিরে দেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ গড়ে উঠেছে দীর্ঘদিন ধরেই। চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত এবং সমৃদ্ধ নৃ-গোষ্ঠীর জীবনযাপন দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। হারমোনি ফেস্টিভ্যাল এসব পর্যটন সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “স্থানীয় মানুষের বিনোদন, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং পর্যটনের সম্ভাবনাকে সামনে এগিয়ে নিতে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ণিল সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এই মিলনমেলা শ্রীমঙ্গলকে নতুনভাবে পরিচিত করাবে।”
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হারমোনি ফেস্টিভ্যাল দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিল। দ্বিতীয় আয়োজনকে আরও বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক করতে এবার নেওয়া হয়েছে বিভিন্ন নতুন উদ্যোগ।
সহাবস্থান ও সম্প্রীতির প্রতীক হবে উৎসব
আয়োজকরা বলেন, শ্রীমঙ্গলে বসবাসকারী বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ বছরের পর বছর ধরে পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে জীবনযাপন করে আসছে। হারমোনি ফেস্টিভ্যাল সেই ইতিহাসকে নতুন প্রজন্ম ও আগত পর্যটকদের সামনে তুলে ধরার পাশাপাশি বহুসংস্কৃতির চেতনাকে আরও শক্তিশালী করবে।
সব বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবটি রূপ নেবে বৈচিত্র্য, আনন্দ ও সম্প্রীতির এক অনবদ্য প্ল্যাটফর্মে, যেখানে একসঙ্গে ফুটে উঠবে শ্রীমঙ্গলের রঙিন ঐতিহ্য ও সংস্কৃতি।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি