সিলেট ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ ডিসেম্বর ২০২৫ : বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল-১/৩ উপকেন্দ্র ও সংশ্লিষ্ট ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় শ্রীমঙ্গল উপজেলার আওতাধীন সব গ্রাহক এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বেন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) এক বিজ্ঞপ্তিতে জানান, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এছাড়া পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নে গ্রাহকদের সহযোগিতা একান্তভাবে কামনা করেছে কর্তৃপক্ষ।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি