সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ ডিসেম্বর ২০২৫ : ন্যাপ (মোজাফফর) নেতা ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুল আলী (এম এ আলী) আর নেই। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক জীবন
মোহাম্মদ আব্দুল আলী ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় হন। মৌলভীবাজার কলেজে অধ্যয়নকালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি ন্যাপ (মোজাফফর) রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন এবং দীর্ঘদিন দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নব্বই-পরবর্তী সময়ে তিনি শ্রীমঙ্গল থানা ন্যাপের সভাপতি হিসেবে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আদর্শভিত্তিক রাজনীতির প্রতি তাঁর অবিচল অবস্থানের কারণে তিনি এলাকায় একজন পরিচ্ছন্ন ও বিশুদ্ধ রাজনীতিক হিসেবে সুপরিচিত ছিলেন।
প্রবাস জীবন ও কর্মজীবন
জীবনের একটি উল্লেখযোগ্য সময় তিনি মধ্যপ্রাচ্যে প্রবাস জীবন কাটান। প্রবাসে চাকরিরত অবস্থায়ও তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলির প্রতি গভীর আগ্রহ বজায় রাখেন। দেশে ফিরে তিনি শ্রীমঙ্গলে ব্যবসা, সাংবাদিকতা ও রাজনীতিতে পুনরায় সক্রিয়ভাবে যুক্ত হন।
সাংবাদিকতা ও সমাজসেবা
সাংবাদিকতা পেশায় এম এ আলী ছিলেন অত্যন্ত সুপরিচিত ও সম্মানিত একজন ব্যক্তি। তিনি দৈনিক দিনকাল ও দৈনিক সমাচার পত্রিকায় দীর্ঘদিন শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সাহসী, বস্তুনিষ্ঠ ও সততার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য তিনি সহকর্মী ও পাঠকমহলে প্রশংসিত ছিলেন।
পাশাপাশি তিনি শ্রীমঙ্গল সমাজকল্যাণ সংস্থার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এলাকাবাসীর কাছে তিনি একজন অভিভাবকতুল্য মুরব্বি, মানবিক সমাজসেবী ও নীতিবান রাজনীতিক হিসেবে বিশেষ সম্মান লাভ করেন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক প্রকাশ
এম এ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, “শ্রীমঙ্গলের বিশুদ্ধ রাজনীতিক, ন্যাপ নেতা, একসময়ের প্রথিতযশা সাংবাদিক ও সমাজসেবী এম এ আলীর মৃত্যুতে আমরা একজন আদর্শবান রাজনৈতিক কর্মী ও সৎ সাংবাদিককে হারালাম। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শোকবার্তায় মরহুমের বর্ণাঢ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি