১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘প্রফেশনাল আর্টিস্ট চ্যালেঞ্জ’ শীর্ষক চারদিনব্যাপী অনলাইন কর্মশালা

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘প্রফেশনাল আর্টিস্ট চ্যালেঞ্জ’ শীর্ষক চারদিনব্যাপী অনলাইন কর্মশালা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫ : বিশ্বব্যাপী ভিজ্যুয়াল আর্টিস্টদের জন্য আয়মুখী ও টেকসই শিল্পচর্চার পথনির্দেশ দিতে আয়োজন করা হচ্ছে চারদিনব্যাপী অনলাইন কর্মশালা ‘প্রফেশনাল আর্টিস্ট চ্যালেঞ্জ’।

Manual6 Ad Code

আগামী ১৭ থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই কর্মশালায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।

Manual3 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালকে সামনে রেখে শিল্পীদের নিজেদের দক্ষতাকে পেশাগতভাবে কাজে লাগানো, আর্ট ওয়ার্কশপ ডিজাইন করা এবং শিল্পশিক্ষা, কোচিং বা মেন্টরশিপের মাধ্যমে আয় করার বাস্তব কৌশল শেখানোই এই আয়োজনের মূল লক্ষ্য।

চার দিনের এই লাইভ অনলাইন চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা শিখতে পারবেন কীভাবে নিজের “সিগনেচার আর্ট ওয়ার্কশপ” তৈরি করে সন্দেহ ও অনিশ্চয়তা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ শুরু করা যায়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো ভিজ্যুয়াল আর্টিস্ট এই চ্যালেঞ্জে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Manual6 Ad Code

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন অভিজ্ঞ পেশাদার ফাইন আর্টিস্ট ও আর্ট ওয়ার্ল্ড বিশেষজ্ঞরা, যারা ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে সফলভাবে কাজ করছেন।

আয়োজকদের মতে, শিল্পীদের অনেকেই প্রতিভাবান হলেও সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনার অভাবে তাদের শিল্পচর্চাকে পেশায় রূপ দিতে পারেন না। এই চ্যালেঞ্জ সেই শূন্যতা পূরণে সহায়ক হবে এবং শিল্পীদের নিজেদের শর্তে কাজ করে আয় করার পথ দেখাবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, সীমিত সময়ের জন্য এই কর্মশালায় ১০০ শতাংশ ফ্রি পাসে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী শিল্পীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ