বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ জানুয়ারি ২০২৬ : নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নারীনেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি আয়শা খানমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নারী সংগঠন।

Manual5 Ad Code

২০২১ সালের ২ জানুয়ারি ভোরে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পরে নেত্রকোণা জেলার নিজ গ্রাম গাবড়াগাতিতে পারিবারিক কবরস্থানে তাঁর স্বামী প্রয়াত প্রকৌশলী মরতুজা হাসানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

Manual1 Ad Code

আয়শা খানম ছিলেন বাংলাদেশের প্রগতিশীল আন্দোলন ও নারী অধিকার সংগ্রামের এক অবিচ্ছেদ্য নাম। ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ—সব ক্ষেত্রেই তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার পর আজীবন শোষিত-বঞ্চিত নারীদের অধিকার আদায়ে নিজেকে উৎসর্গ করেন।

১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোণা জেলার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন আয়শা খানম। তাঁর পিতা গোলাম আলী খান এবং মাতা জামাতুন্নেসা খানম। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

স্বাধীনতার পর আয়শা খানম নারী আন্দোলনের সাংগঠনিক কাঠামো গড়ে তোলায় অগ্রণী ভূমিকা রাখেন। দীর্ঘদিন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে তিনি নারী অধিকার, নারী নির্যাতন প্রতিরোধ, আইন সংস্কার, সমঅধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেন। তাঁর নেতৃত্বে মহিলা পরিষদ একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নারী অধিকার আন্দোলনের প্ল্যাটফর্মে পরিণত হয়।

নারী আন্দোলনের সহযোদ্ধারা তাঁকে “বাংলাদেশের নারী আন্দোলনের অকৃত্রিম অভিভাবক” হিসেবে আখ্যায়িত করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাদাসিধে, দৃঢ়চেতা ও আপসহীন। ক্ষমতা ও সুবিধার মোহ তাঁকে কখনো বিচ্যুত করতে পারেনি আদর্শের পথ থেকে।

Manual1 Ad Code

পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করেছে। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, আয়শা খানমের জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। নারীর মানবিক মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় তাঁর দেখানো পথ আজও প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।
আয়শা খানমের মৃত্যুতে দেশ এক আপসহীন মুক্তচিন্তার মানুষকে হারালেও তাঁর আদর্শ, সংগ্রাম ও অবদান চিরকাল বাংলাদেশের নারী আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে পথনির্দেশক হয়ে থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ