বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে মৌলভীবাজারে শোক সভা

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে মৌলভীবাজারে শোক সভা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৩ জানুয়ারি ২০২৬ : মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের স্মরণে মৌলভীবাজারে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে মৌলভীবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাগরিক শোক ও স্মরণ সভা পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

মৃৎনাট্যের সিইও শাহীন ইকবালের সঞ্চালনায় এবং এম খসরু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বলেন, “মোতাহার হোসেন ছিলেন একজন নির্ভীক সংগঠক ও আদর্শবান মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি শুধু অস্ত্র হাতে যুদ্ধ করেননি, বরং সাধারণ মানুষকে সংগঠিত করে স্বাধীনতার পক্ষে শক্তিশালী ভূমিকা রেখেছেন। তাঁর মতো দেশপ্রেমিকদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।” তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় আজকের প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং মুক্তিযোদ্ধাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন এবং মুরারীচাঁদ কলেজের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের অনেক স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গেছে। শহীদ ও মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল—শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ—তা বাস্তবায়নে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।”

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, সাংবাদিক সরোয়ার আহমদ, পরিবেশকর্মী অধ্যক্ষ মো. ইকবাল, নাট্যজন খালেদ চৌধুরী, আহসান উদ্দিন সুইট, অ্যাডভোকেট কৃষ্ণপদ দেব, কবি মহিদুর রহমান, কবি মুজাহিদুর রহমান, কবি অসিত দেব, পুলক কান্তি ধর, শিক্ষিকা তাসনিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ কামাল আহমদ, অধ্যক্ষ তোফায়েল আহমদ, সাংস্কৃতিক কর্মী নাজিকুল ইসলাম ভুইয়া রানা, সৈয়দ সেলিম, ছাত্রনেতা তানজিয়া শিশির, রাজিব সূত্রধর, জ্যোতিষ মোহান্তসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

Manual7 Ad Code

অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা শুধু স্মরণ সভায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং সেই আদর্শ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।”

Manual4 Ad Code

সভায় বক্তারা একযোগে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাঁরা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ২০২৫ সালের ২২ ডিসেম্বর ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রগতিশীল মুক্তিযোদ্ধা ও সংগঠককে হারিয়েছে বলে বক্তারা মন্তব্য করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ