যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা বড় পদক্ষেপের ঘোষণা দিলো ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা বড় পদক্ষেপের ঘোষণা দিলো ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | কারাকাস (ভেনেজুয়েলা), ০৩ জানুয়ারি ২০২৬ : ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ঘোষণা দিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্র ‘অপহরণ’ করেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটি তাদের সব ধরনের সমন্বিত জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করেছে বলে তিনি নিশ্চিত করেন রদ্রিগেজ।

Manual4 Ad Code

এক বিবৃতিতে রদ্রিগেজ বলেন, ‘এই নিষ্ঠুর পরিস্থিতি ও বর্বর হামলার মুখে আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানি না।’

মার্কিন সামরিক অভিযানে রাজধানী কারাকাসসহ দেশের আরও তিনটি অঙ্গরাজ্যে বোমা হামলা চালানো হয়েছে। এতে সেনাসদস্য ও সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।এই প্রেক্ষাপটে রদ্রিগেজ যুক্তরাষ্ট্র সরকারের কাছে মাদুরো ও ফ্লোরেস জীবিত আছেন—এর তাৎক্ষণিক প্রমাণ দাবি করেন। তিনি বলেন, এই আগ্রাসন যুক্তরাষ্ট্রের ‘জ্বালানি লোভের হতাশা’ থেকেই পরিচালিত হয়েছে।

এর আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দেশবাসীকে যে নির্দেশনা দিয়েছিলেন, তা অনুযায়ী জনগণকে রাস্তায় নামতে বলা হয়েছে।

Manual3 Ad Code

ঘোষণায় বলা হয়-
‘জনগণ রাস্তায় নামুন’, মিলিশিয়া হিসেবে সক্রিয় হন এবং জাতির সর্বাত্মক প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করুন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বেআইনিভাবে আটক করা এবং সাধারণ জনগণের ওপর বিমান হামলা চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
‘আমরা আমাদের দেশের জনগণের বিরুদ্ধে এই বর্বর ও নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। এতে আমাদের সেনাসদস্যরা শহীদ হয়েছেন এবং নিরীহ ভেনেজুয়েলান নাগরিকরা প্রাণ হারিয়েছেন।’

Manual7 Ad Code

ডেলসি রদ্রিগেজের এই বক্তব্য আসে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হামলার পর প্রথম প্রতিক্রিয়া।

রদ্রিগেজ আরো বলেন, ‘আমাদের মুক্তিদাতা পিতা সিমন বলিভারের ঐতিহাসিক উত্তরাধিকার কেউ নষ্ট করতে পারবে না। ভেনেজুয়েলার জনগণকে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের প্রাকৃতিক সম্পদ এবং সবচেয়ে পবিত্র অধিকার—স্বাধীনতা ও ভবিষ্যৎ রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ