সিলেট ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৬ : বাংলাদেশে ই-কমার্স খাতে আগ্রহী নতুন উদ্যোক্তাদের একটি বড় অংশ চায়না ই-কমার্স ব্যবসায় যুক্ত হতে চাইলেও বাস্তবতায় তা অনেকের পক্ষেই শুরু করা কঠিন হয়ে পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, ১ থেকে ১.৫ লক্ষ টাকার কম বাজেট নিয়ে সরাসরি চায়না থেকে পণ্য আমদানি করে ই-কমার্স ব্যবসা শুরু করা প্রায় অসম্ভব।
এর প্রধান কারণ হিসেবে উঠে আসছে MOQ (Minimum Order Quantity) সমস্যা। চীনের সরবরাহকারীদের কাছ থেকে সরাসরি পণ্য আনতে হলে সাধারণত একই ধরনের পণ্যের ৪০০ থেকে ৫০০ পিস অর্ডার দিতে হয়। নতুন উদ্যোক্তাদের অধিকাংশের কাছেই শুরুতেই এত বড় পরিমাণ বিনিয়োগ করার সক্ষমতা থাকে না।
এছাড়া কম পরিমাণে স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহ করলে পণ্যের দাম তুলনামূলকভাবে বেশি পড়ে, ফলে অনলাইনে বিক্রি করে লাভ করা কঠিন হয়ে যায়। বড় অঙ্কের স্টক কিনে রাখার ফলে বিক্রি না হলে আর্থিক ক্ষতির ঝুঁকিও বেড়ে যায়, যা নতুন উদ্যোক্তাদের জন্য বড় বাধা হিসেবে কাজ করছে।
নতুন সমাধান: গ্রুপ বাই ও রিস্ক-ফ্রি মডেল
এই প্রেক্ষাপটে নতুন উদ্যোক্তাদের জন্য বিকল্প সমাধান হিসেবে আলোচনায় এসেছে “Zero to China Pro E-commerce Incubation Program”।
প্রোগ্রামটির উদ্যোক্তাদের দাবি, এটি কম বিনিয়োগে চায়না ই-কমার্স শুরু করার একটি কার্যকর মডেল।
প্রোগ্রামটির মূল বৈশিষ্ট্য হলো গ্রুপ বাই সিস্টেম। এর মাধ্যমে একাধিক উদ্যোক্তার অর্ডার একত্র করে MOQ পূরণ করা হয়, ফলে একজন উদ্যোক্তাকে একা বড় অর্ডার দিতে হয় না। এতে করে অল্প পুঁজি নিয়েই সীমিত স্টক দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব হয়।
এছাড়া বিক্রি না হলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে পণ্য রিটার্ন নেওয়ার সুবিধা থাকায় উদ্যোক্তাদের ঝুঁকি অনেকটাই কমে আসে।
প্রোগ্রামটির আওতায় বিজয়ী বা “Winning Product” নির্বাচন, সোর্সিং ও শিপিং সাপোর্ট, ব্র্যান্ডিং, রিসেলিং ও মার্কেটিং সেবাও দেওয়া হচ্ছে।
উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও লাইভ সাপোর্ট
প্রোগ্রামটিতে ১২টির বেশি লাইভ বিজনেস ক্লাসের মাধ্যমে ই-কমার্স ব্যবসার বাস্তব অভিজ্ঞতা ও কৌশল শেখানো হচ্ছে। উদ্যোক্তারা সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে চায়না সোর্সিং, প্রাইসিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অনলাইন মার্কেটিং বিষয়ে দিকনির্দেশনা পাচ্ছেন।
লাইভ সেশন ও অংশগ্রহণ
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীদের জন্য নিয়মিত লাইভ সেশন আয়োজন করা হচ্ছে, যেখানে প্রোগ্রামটির বিস্তারিত ব্যাখ্যা ও প্রশ্নোত্তর পর্ব থাকে।
অংশগ্রহণকারীরা সাইন আপ করে একটি WhatsApp গ্রুপে যুক্ত হয়ে ই-কমার্স যাত্রা শুরু করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ইনকিউবেশন প্রোগ্রাম সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য চায়না ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত হিসেবে আরও বিস্তৃত হতে পারে এবং স্বল্প পুঁজিতে ব্যবসা শুরুর নতুন দিগন্ত খুলে দিতে পারে।
@# সরাসরি যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করুন: https://baynbengal.com/china-ecommerce/

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি