ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভারতের পাঁচ বাম দলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভারতের পাঁচ বাম দলের নিন্দা ও প্রতিবাদ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নয়াদিল্লি (ভারত), ০৫ জানুয়ারি ২০২৬ : ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে ভারতের পাঁচটি বাম প্রগতিশীল রাজনৈতিক দল।

বিবৃতিতে ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘অপহরণ’-এর অভিযোগ তুলে একে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর নগ্ন আগ্রাসন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

Manual4 Ad Code

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দখল করাই এই আগ্রাসনের মূল লক্ষ্য।

বাম নেতাদের মতে, এই বক্তব্য মার্কিন সাম্রাজ্যবাদের আসল উদ্দেশ্যকে স্পষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও এক ধাপ এগিয়ে কিউবা ও মেক্সিকোকেও ভবিষ্যৎ হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন, যা গোটা লাতিন আমেরিকার জন্য গভীর উদ্বেগের কারণ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সদ্য প্রকাশিত মার্কিন ‘ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৫’-এর প্রেক্ষাপটে এই সব হুমকি ও আগ্রাসী বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Manual6 Ad Code

বাম দলগুলির অভিযোগ, মার্কিন সাম্রাজ্যবাদ গোটা বিশ্বে নিজের আধিপত্য কায়েম করতে চায় এবং তার জন্য সামরিক আগ্রাসন চালাতেও তারা পিছপা হচ্ছে না। ট্রাম্প প্রশাসন কার্যত কুখ্যাত মনরো নীতির এক নতুন ‘ট্রাম্প করোলারি’ চাপিয়ে দিতে চাইছে, যার মাধ্যমে সমগ্র পশ্চিম গোলার্ধকে মার্কিন ‘পিছনের উঠোন’ হিসেবে গণ্য করা হচ্ছে।

Manual3 Ad Code

ভেনেজুয়েলা থেকে পাওয়া বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সে দেশের সাধারণ মানুষ বিপুল সংখ্যায় রাস্তায় নেমে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এবং নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে প্রতিরোধ গড়ে তুলছেন। বাম দলগুলি ভেনেজুয়েলার সংগ্রামী জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে।

এই প্রেক্ষিতে ভারতের জনগণের প্রতিও স্পষ্ট আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এবং লাতিন আমেরিকার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে। সমস্ত শান্তিকামী ও সাম্রাজ্যবাদবিরোধী মানুষকে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বাম দলগুলি। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশ যখন মার্কিন আগ্রাসনের নিন্দা করছে, তখন ভারত সরকারকেও স্পষ্ট অবস্থান নিতে হবে এবং ভেনেজুয়েলার পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন সিপিআই-এর ডি. রাজা, সিপিআই (এম)-এর এম এ বেবি, সিপিআই (এমএল)-লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের জি. দেবরাজন এবং আরএসপি-র মনোজ ভট্টাচার্য।

Manual5 Ad Code

বাম দলগুলির এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নতুন করে আলোচনার সূত্রপাত করবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

এ সংক্রান্ত আরও সংবাদ